মাধবপর প্রতিনিধি ॥ মাধবপুরের কিশোরগঞ্জের কুখ্যাত মাদক ৩ মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয়েছে।
গতকাল বুধবার রাত অনুমান ১২টায় প্রাইভেটকার যোগে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ কিশোরগঞ্জ যাওয়ার পথে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ১৪, সিপিসি-২ কর্তৃক আটক হয়। র্যাব সূত্র জানা যায়, মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র ছিপত আলী (৪০), দক্ষিন বেজুড়া গ্রামের রইছ আলীর পুত্র আলম মিয়া খান (৩২) ও চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মস্তু মিয়ার পুত্র আব্দুর রহিম (৩৫) কে গোপন সূত্রে খবর পেয়ে আটক করে। তাদের ব্যবহৃত নীল রং এর প্রাইভেটকারের ভিতর থেকে স্কসটেপ দিয়ে মোড়ানো ২৫ পুটলা গাঁজা উদ্ধা করে যার ওজন ৫০ কেজি বলে র্যাবের প্রেস রিলিজে জানানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে বলে লেঃ কমান্ডার বিএন এম শোভন খান জানিয়োছেন।