শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

বানিয়াচঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে পুলিশ ॥ বিশেষ অভিযানে দুই সহ¯্রাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৫৪৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার আসন ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে রয়েছে বানিয়াচং থানা পুলিশ। অবাধ ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিদিনই বিভিন্ন বিট পুলিশিং এলাকায় মতবিনিময় সভার আয়োজন করছে পুলিশ প্রশাসন। হাওর অঞ্চলের দাঙ্গা প্রবন এলাকায় দেশীয় অস্ত্র উদ্ধারে চালানো হচ্ছে বিশেষ অভিযান। গত সোমবার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রামে প্রায় ৫ ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে টেটা, ফিকল, বল্লম, রাম দা, লাঠিসহ প্রায় দেড় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিথঙ্গল পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির, এএসআই টিপু মিত্রসহ একদল পুলিশ এ অভিযানে অংশ নেয়। গত ১১ ডিসেম্বর সুজাতপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম এর নেতৃত্বে একদল পুলিশ রাধাপুর, মনপুর, বড়কান্দি এলাকায় প্রায় তিন ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তিন শতাধিক দেশীয় অস্ত্র ফিকল, টেটা, বল্লম উদ্ধার করে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সাথে আলাপকালে তিনি এ প্রতিনিধিকে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে থানা এলাকার আইন শৃংখলা স্বাভাবিক রাখার নিমিত্তে থানা পুলিশের এ অভিযান অব্যাহত আছে। এছাড়া বিভিন্ন মামলার পলাতক, সাজাপ্রাপ্ত আসামীসহ চিহিৃত মাদক ব্যবসায়ী এবং চিহিৃত চোর ডাকাতদের গ্রেফতারেও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে যত ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন তা-ই নেয়া হবে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com