আজ ৬ ডিসেম্বর ২০২১ হবিগঞ্জ জেলা তৎকালীন হবিগঞ্জ মহকুমা পাকহানাদার মুক্ত দিবস।
১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা একাধারে কয়েকদিন যাবত শহরের চার দিকে থেকে প্রচন্ড আক্রমনের ফলে রাতের গভীরে পাক হানাদার, বাহিনীরা হবিগঞ্জ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। ফলে হবিগঞ্জ জেলার প্রধান ক্যাম্প শায়েস্তানগরস্থ ওয়ারলেস এলাকার ক্যাম্প ছেড়ে পালিয়ে যায়। এতে ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর হবিগঞ্জ মহকুমা পাক হানাদার মুক্ত হয়। আজকের দিনে জেনারেল এম এ রব গবেষণা পরিষদের পক্ষ থেকে হবিগঞ্জ জেলাবাসী ও বাংলাদেশের সকল স্বাধীনা কামী মানুষকে জানাই আন্তরিক অভিনন্দন ও গভীর শ্রদ্ধা। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একই সাথে শহীদ পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে অর্জিত স্বাধীনতা ছিল আমাদের হাজার বছরে স্বপ্ন। গভীর শ্রদ্ধার সাথে স্মারণ করছি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্ট ঘাতকের বুলেটে শাহাদত বরণকারী সকলকে যেন মহান আল্লাহ পাক জান্নাতবাসী করেন।-আমিন। একই সাথে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলার বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি এ দেশকে আত্মনির্ভশীল দেশ হিসাবে গড়ে তুলতে দেশ প্রেমিক সকল জনতাকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানাচ্ছি। মোঃ সাহাব উদ্দিন খান
সিনিয়র সহ-সভাপতি
ও আজীবন সদস্য জেনারেল এম এ রব গবেষণা পরিষদ, হবিগঞ্জ।