বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৯ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় ৪ হাজার ৩৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তিনি এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, সন্তান যেমন মায়ের কোলে নিরাপদÑ জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশ তেমনিভাবে নিরাপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার কৃষকের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করছে, কৃষকদেরকে বিনামূল্যে সার বীজ দিচ্ছে। সারের মূল্য কমিয়ে সহনীয় পর্যায়ে এনেছে। অন্যদিকে উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য পা”েছন কৃষকরা। রবি মৌসুমে বোরো প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফসী ধান বীজ ও রাসায়নিক সার এবং হাইব্রিড ধান বীজ বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ১ হাজার ৩৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফসী ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ৩ হাজার কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রীড জাতের ধান বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন অমিত ভট্টাচার্য্য।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com