মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

আউশকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

  • আপডেট টাইম বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সীমানা জটিলতায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের এক আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট এ আদেশ দেন।
চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুফিয়া আহমেদ রিট পিটিশন দায়ের করেন। এতে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার সচিব, জেলা প্রশাসক হবিগঞ্জ, জেলা প্রশাসক মৌলভীবাজার, উপজেলা নির্বাহী অফিসার নবীগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার মৌলভীবাজার সদর, সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জ ও ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলভীবাজার সদরকে বিবাদীভূক্ত করা হয়েছে। রিট পিটিশন নং ৯২০৭/২০২১।
রিট পিটিশনে মহিবুর রহমান হারুন উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১-এর তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর আউশকান্দি ইউনিয়নের নির্বাচন। কিন্তু উল্লেখিত ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি নিষ্পত্তি না করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সীমানা নির্ধারণ না করে নির্বাচন অনুষ্ঠানের উপর মহিবুর রহমানের রিট আমলে নিয়ে আগামী এক মাসের জন্য আউশকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে হাইকোর্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com