শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

হবিগঞ্জের সুনামধন্য বাঁশিবাদক ফুলবর মিয়া আর নেই ॥ জীবন সংকেতের শোক

  • আপডেট টাইম রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জীবন সংকেতের সদস্য ও হবিগঞ্জের সুনামধন্য বাঁশিবাদক মো. ফুলবর মিয়া (ফুল মিয়া) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০। গত শুক্রবার দিবাগত রাত ১১টায় বানিয়াচং উপজেলার পশ্চিম পুকড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ফুলবর মিয়ার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দীর্ঘদিন যাবত ফুল মিয়া শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল শনিবার সকাল ১১টায় পশ্চিম পুকড়া ঈদগা ময়দানে জানাজার নামাজ শেষে তাকে গ্রামের কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রসঙ্গত ফুলবর মিয়া দীর্ঘদিন ধরে জীবন সংকেত নাট্যগোষ্ঠীর হয়ে ২০ বছর ধরে অনেক নাটকে বাঁশি বাজানোসহ সঙ্গীতে কাজ করতেন। তিনি জীবন সংকেতের অনেক নাটকে বাঁশির পাশাপাশি দোতারা, ঢোল, বেহালা, সানাই বাজাতেন। ফুলবর মিয়া বাংলাদেশ ও ভারতের অনেক মঞ্চে নাটকের হয়ে প্রায় কাজ করেছেন। তিনি পেশাগতভাবে ছিলেন সানাইবাদক। এদিকে মো. ফুলবর মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জীবন সংকেত নাট্যগোষ্ঠী। সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাঝহারুল ইসলাম পাভেল স্বাক্ষরিত সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতির মাধ্যমে এ শোক জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মো. ফুলবর মিয়া ছিলেন এক মেধাবী বাঁশিবাদক। তাঁর মৃত্যুতে জীবন সংকেতসহ হবিগঞ্জের নাট্যঙ্গণের বিশাল অপূরণীয় ক্ষতি হয়েছে। যা পূরণ হবার নয়। বিবৃতিতে মো. ফুলবর মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ। একইসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com