প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৪ অক্টোবর রবিবার কালাউক থেকে মুড়িয়াউক রাস্তায় যাত্রী পরিবহন নিয়ে টমটম এবং মিশুক গাড়ির ড্রাইভারদের মধ্যে ঝগড়া এবং ভাড়া সংক্রান্ত আপত্তিকে কেন্দ্র করে এক শালিস বৈঠক ভাদিকারা মাদ্রাসা মাঠে অনুষ্টিত হয়। ৪নং ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুনের সভাপতিত্বে অনুষ্টিত এ বৈঠকে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি মেম্বার আব্দুল আলী, রফিক মিয়া, সাংবাদিক মঈন উদ্দিন মুড়িয়াউক গ্রামের রুপশ আহমেদ, এনাম মিয়া, এমরান মিয়া, মহিউদ্দিন, সাতাউক গ্রামের বরজু মিয়া, ধর্মপুরের শফিকুল ইসলাম, মশাদিয়ার কবির মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং ড্রইভার শ্রমিকসহ শত-শত জনতা। সভায় অসৌজন্যমূলক আচরণের জন্য জনৈক ড্রাইভার, আব্দুুল আলী মেম্বারের নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং উল্লেখিত সড়কে টমটমের ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়। তাছাড়াও বিশৃংখলা এরিয়ে চলার জন্য মিশুক গাড়ির ড্রাইভারদেরকে টমটম সমিতির অধীনে এসে সমন্বয় করে চলার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় নির্ধারিত ভাড়ার বিবরণ-কালাউক থেকে মশাদিয়া ৫ টাকা, কালাউক থেকে ধর্মপুর ১০ টাকা, কালাউক থেকে মুড়িয়াউক ১৫ টাকা, কালাউক থেকে সাতাউক ২০ টাকা, কালাউক থেকে সাতাউক মাদ্রাসা ২৫ টাকা। এ গুরুত্ত্বপূর্ণ শালিস বৈঠকের সিদ্ধান্তের ফলে উল্লেখিত বিষয়ে দীর্ঘদিনের বিরোধ এবং সংশ্লিষ্ট এলাকায় বিরাজমান থমথমে অবস্থার অবসান হল।