ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে নিখোঁজের ৩দিন পর মিনহাজ মিয়া (৫) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও (নোয়াগাঁও) গ্রামে বাড়ির পার্শ্ববর্তী ডুবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিনহাজ মিয়া উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আতিক উল্লার ছেলে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আতিক উল্লা বেশ কয়েক বছর পূর্বে মারা যান। এরপর থেকে ছেলে মিনহাজকে নিয়ে মা নেহা বেগম মিনহাজের নানাবাড়ি উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও (নোয়াগাঁও) গ্রামে বসবাস করে আসছেন।
গত ১৯ জুলাই বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মিনহাজের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে শিশু মিনহাজকে না পেয়ে মা নেহা বেগম ২০ জুলাই রাতে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার পর থেকে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সমরীণ দাশের নেতৃত্বে একদল পুলিশ তদন্তে নামে।
গত বৃহস্পতিবার ২২ জুলাই দুপুরে একদল পুলিশ সরেজমিনে বাড়ির আশপাশের এলাকা পরিদর্শন করে। এসময় বাড়ির পার্শ্ববর্তী একটি ডুবা থেকে শিশু মিনহাজ মৃতদেহ উদ্ধার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, শিশু মিনহাজ ৩ দিন আগে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয় এর প্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ডুবা থেকে শিশু মিনহাজের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।