রবিবার, ২০ জুলাই ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের ৬ দিন পর উমেদনগর গ্রামের এক ব্যক্তির লাশ উদ্ধার জেলা কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে ব্যবসায়ী আটক বানিয়াচং উপজেলা পরিষদ সংলগ্ন সরকারি ভূমি স্বেচ্ছাসেবকলীগ নেতার দখলে ॥ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচী অনুষ্ঠিত নবীগঞ্জে জায়গা নিয়ে বিরোধ সংঘর্ষে ৭ জন আহত জে. কে. এন্ড এইচ. কে. হাইস্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশনের ১৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন ॥ প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আহবায়ক, জি এম মাওলা সদস্য সচিব হযরত শাহ্জালাল (রা:) উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়েজ আহমেদের উপর হামলার প্রতিবাদে গ্রামবাসীর সভা অনুষ্ঠিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জ ঠিকাদার সমিতির কমিটি গঠিত ॥ তাজুল ইসলাম চৌধুরী ফরিদ সভাপতি লায়ন মোঃ কবির হোসেন সাধারণ সম্পাদক নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবিগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি অঞ্চলের ২য় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্টিত

ছুরি-চাকুর ব্যবসায় মন্দা নবীগঞ্জের কামারবাড়ি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৬০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ রাত পোহালেই ঈদুল আজহা। আর মাত্র একদিন বাকি। এ সময় একদিকে যেমন জমে ওঠে পশুর হাট, তেমনিই ঝনঝন করে ওঠে কামারবাড়ি। পুরোদমে চলে ছুরি, চাকু ও চাপাতি বানানোর কাজ। কিন্তু এ বছর ক্রেতাশূন্য ছুরি-চাকুর দোকান, কাজের চাপ নেই কামারদের দোকানেও। নবীগঞ্জ বাজারের বিভিন্ন সড়কে গড়ে উঠা দোকান গুলোতে বিক্রি হয় ছুরি, চাপাতি, কুড়াল, দা ও বঁটি। বছরের পুরোটা সময় সেখানে তেমন আলোড়ন না থাকলেও সাধারণত কোরবানির ঈদের আগে ক্রেতাদের চাপ দেখা যায়। দোকানি সুকুমার দেব বলেন, ‘করোনার আগে কোরবানির ঈদের সময় প্রতিদিন লাখ টাকার বিক্রি করেছি। এখন সারা দিনে ৫/১০ হাজার টাকার বিক্রিও নেই। অবস্থা দেখে মনে হচ্ছে, এবার কোরবানি কম হবে।’ এ বাজারের একাধিক বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির ঈদের এই মৌসুমে প্রতি দোকানে অন্তত ৫০/৬০ ক্রেতা আসতেন। সোমবার রিপোর্ট লেখা পর্যন্ত কোনো দোকানে ৬ জন, কোনো দোকানে ১০ জন, কোনো দোকানে ১৪ জন ক্রেতা এসেছেন। নবীগঞ্জ উত্তর বাজারে রয়েছে কামারপট্টি। সেখানে পৌরসভার অনুমোদিত দোকান আছে প্রায় ১০টি। সারি বদ্ধভাবে রয়েছে কর্মকার মার্কেট। এছাড়া শহরের ওসমানী রোডে, মধ্য বাজারে রয়েছে বিচ্ছিন্নভাবে কয়েকটি কর্মকার দোকান। এই দোকানগুলোতে তৈরি হয় কোরবানির পশু কাটাকাটির সরঞ্জাম। সেখানে দেখা যায়, প্রতিটি দোকানেই অলস সময় কাটাচ্ছেন কর্মকাররা। কারও হাতে নতুন কাজ নেই। কারণ, আগের পণ্যই বিক্রি হয়নি। মাঝে টুকটাক দু-একজন কাজ করছেন, তবে নতুন নয়, পুরোনো দা-বঁটি মেরামত করছেন তাঁরা। আগের মতো টুং টাং শব্দে মুখড়িত হয়না এই কর্মকার দোকান গুলোতে। ব্যবসায়ী সুরেন্দ্র দেব বলেন, ‘কোরবানির সময় সাধারণত যা বিক্রি হতো, তার মাত্র ২০ শতাংশ বিক্রি করতে পারছি। অথচ ঈদের আগের সোমবার আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলার সময়ও পেতাম না।’ গত রোজার ঈদের পর থেকেই কোরবানির প্রস্তুতি নিয়েছিলেন কর্মকার ব্যবসায়ীরা। কোরবানি উপলক্ষে তারা এখন পর্যন্ত ১০/১৫ লাখ টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু ‘চালানের টাকা উঠবে কি না, তা নিয়েই চিন্তায় আছেন তারা, বললেন ব্যবসায়ীরা। এর মধ্যে মহামারি করোনায় লকডাউনে টিকমত ব্যবসা করতে পারেন নি তারা। তাদের প্রত্যেকের দোকানে কাজ করে ২ জন মূল কারিগর আর বাকিরা সহযোগী। নবীগঞ্জ বাজারের এই কর্মকার মার্কেটে প্রত্যেক কারিগর ও সহযোগিদের দৈনিক মজুরি ও খাওয়ার খরচও বহন করাই কষ্টসাধ্য ব্যবসায়ীদের।
কামারপট্টির আরেক ব্যবসায়ী বলেন, ফরমাশ কম আসায় ব্যবসার তি বাড়ছে। দোকান বন্ধ রাখলে অন্তত কর্মচারীদের খরচ বহন করতে হয় না। নবীগঞ্জ বাজারের কর্মকার মার্কেটে অন্তত ৪০/৫০ কর্মকার কর্মরত। এপ্রিল মাসের কঠোর বিধিনিষেধের সময় থেকে ব্যবসায় চরম মান্দা। এখন তাদের পেটের ভাত জোগাড় করাই কঠিন। ‘গত বছর থেকে আয়-রোজগার বলতে গেলে নেই। ভেবেছিলাম, এ বছর কোরবানির পর অবস্থা কিছুটা ফিরবে। বিদ্যমান পরিস্থিতিতে মনে হচ্ছে, এখন পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে জীবন যাপন করতে হবে। ব্যবসায় ক্ষতিগ্রস্থ উক্ত কামার শিল্পরা পাচ্ছেনা সরকারের কোন প্রনোদনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com