স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় গ্রামকে শহরে রূপান্তরিত করতে যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন তাঁর প্রথমেই রয়েছে গ্রামীণ জনপদের উন্নয়ন। তিনি বলেন, “গ্রাম হবে শহর” এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন এবং তাঁর সুযোগ্য নেতৃত্বে ও নির্দেশে আমরা সংসদ সদস্যগন গ্রামে গঞ্জে রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় অভূতপর্ব উন্নয়ন করে আসছি। মিলাদ গাজী এমপি বলেন, আমার প্রয়াত পিতা ১৯৯৬ থেকে ২০১০ খ্রীস্টাব্দ পর্যন্ত নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার নির্বাচিত এমপি থাকাবস্থায় এ আসনের সর্বত্র উন্নয়নের জয়’জয়কার ছিল। আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং নবীগঞ্জ বাহুবলের আপামর জনগোষ্ঠীকে দেয়া আমার ও আমার প্রয়াত পিতা বীর মুক্তিযুদ্ধা জননেতা দেওয়ান ফরিদ গাজী সাহেবের সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে রাতদিন পরিশ্রম করে যাচ্ছি। তিনি বলেন, আগামী দুই বছরের ভিতরে নবীগঞ্জ এবং বাহুবল উপজেলা সমগ্র সিলেট বিভাগের মধ্যে মডেল উপজেলায় রুপান্তিত হবে ইনশাআল্লাহ। মিলাদ গাজী বলেন, বাংলাদেশ আজ দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একভাগে বাংলাদেশ আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নের চালিকাশক্তি শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। আর অপরদিকে বিএনপি জামায়াত তথা হেফাজতী দেশ ও উন্নয়ন বিধ্বংসীরা। মিলাদ গাজী এমপি আরো বলেন, দেশের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধ ও বাঙালী জাতীয়তাবাদে বিশ্বাসীরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। গত ২৫ জুন বিকেলে নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের হালিতলা সঃ প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গনে ৬নং কুর্শী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ৬নং কুর্শী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আহমেদ মুসা’র সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডাঃ অমলেন্দু সূত্র ধরের পরিচালনায় অনুষ্ঠিত এ সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, কুর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু পদ রায়, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, হালিতলা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রায়, দীঘলবাক সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন রায় ও পৌর যুবলীগ নেতা পিকলু চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা সতীশ দাশ, ইউপি সদস্য শ্রীবাস পাল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাঃ হরিপদ দাস ও ওসমান গনি প্রমূখ।