শনিবার, ২৪ মে ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

শীঘ্রই সালমান ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন বিলেতের জনপ্রিয় শিল্পী জুনায়েদ আন্দ্রে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৩৫ বা পড়া হয়েছে

বিনোদন রিপোর্ট ॥ নব্বইয়ের দশকে চলচ্চিত্রে সাড়া জাগানো জনপ্রিয় অভিনেতা প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত (আনন্দ অশ্রু) ছবির সেই সেরা গানের মধ্যে দর্শক মহলে ব্যাপক সাড়া জাগানো রোমান্টিক গান আহমেদ ইমতিয়াজ বুলবুল রচিত “তুমি আমার এমনি একজন” এই গানটি সম্পূর্ণ নতুন রূপে নতুন চমক হিসেবে দেশ-বিদেশে কোটি কোটি সালমান ভক্তদের জন্য গানটি নিয়ে হাজির হবেন বৃহত্তর সিলেটের ও নবীগঞ্জের কৃতি সন্তান, বিলেতের মাটিতে সংগীতাঙ্গনে ব্যাপক সাড়া জাগানো বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুনায়েদ আন্দ্রে তিনি গতকাল গণমাধ্যমে মুঠোফোনে একান্ত সাক্ষাৎকারে দর্শকের উদ্দেশ্যে এই কথা জানান। যারা জনপ্রিয় এই শিল্পীকে এবং তার গানকে, এছাড়াও প্রয়াত নায়ক সালমান শাহকে ভালোবাসেন তাদের জন্য এই সেরা উপহার নিয়ে শ্রোতাদের কাছে হাজির হবেন তিনি? জুনায়েদ আন্দ্রে, তিনি দীর্ঘদিন ধরে স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন।
পেশা ঃ একজন চলচ্চিত্র পরিচালক ঃ সেফ হাউজ প্লামবিং ইউকে নামীয় তার একটি কোম্পানি রয়েছে। জুনায়েদ সংগীত শিল্পী এবং পাশাপাশি একজন অভিনয় শিল্পি ও চিত্র পরিচালক।
বাংলা সংগীত এবং সিনেমা নিয়ে কাজ করার স্বপ্ন নিয়ে তিনি লন্ডনে তৈরী করেছেন “রোল মিডিয়া লিমিটেড” নামীয় কোম্পানি। যার মাধ্যমে তৈরি করেছেন প্রথম ফিল্ম “মাইজি মঙ্গল” মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ১০ ডিসেম্বর প্রচারিত হয়েছে সেখানকার জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল এস এতে ২য় ফিল্ম “পয়েট ইন আইরন সিটি” মুক্তি পেয়েছিল ১৭ নভেম্বর ২০২০ ইংরেজিতে। প্রচারিত হয়েছে রোল মিডিয়া ইউটিউব চ্যানেলে, তিনি ইংল্যান্ডের বাংলা টিভি, চ্যানেল আই, এনটিভি ও চ্যানেল এস এর নিয়মিত সংগীত শিল্পি হিসেবেও কাজ করছেন বলে জানান। সংগীত প্রতিযোগিতায় বাংলা টিভি বৈশাখী স্টার ইউ কে ২০১৫ নির্বাচিত হয়েছিলেন।
ইংল্যান্ডে সংগীত জগতে বাঙালীদের কাছে বিলেতের এন্ড কিশোর নামে খ্যাত এই শিল্পী, তিনি ২০১২ সালে ইংল্যান্ডে পাড়ি জমান। দীর্ঘ পথ অতিক্রম করে সে তার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে এবং আপন লক্ষ্যে পৌঁছাতে পেশাগত দিক থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখন নিয়মিত মিডিয়াতে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের চলচ্চিত্রে এক সময়ের আলোড়ন সৃস্টিকারী জনপ্রিয় নায়ক সালমান শাহ অভিনীত “আনন্দ অশ্রু” ছবি থেকে নেয়া তুমি আমার এমনি একজন” গানটিকে নতুন করে নিজের কন্ঠে গেয়েছেন জুনায়েদ আন্দ্রে। ইংল্যান্ডে গানটির ভিডিও গ্রাফি সম্পন্ন করেছেন। গানটিতে তার সাথে মডেল হিসাবে কাজ করেছেন বিলেতের খুবই জনপ্রিয় ও সুনামধন্য মডেল আইরিন আরজু। তিনি বলেন আমার বিশ্বাস দর্শক মহলে গানটি সাড়া জাগবে।
শিল্পী জুনায়েদ জানান, নিজের মৌলিক গান নিয়ে কাজ করছেন খুব তাড়াতাড়ি দর্শকের সামনে নিয়ে আসবেন, তিনি আরো বলেন এই গানটির মিউজিক ভিডিও শ্যুটিং হয়েছে বিলেতের দৃষ্টি নন্দিত স্থান গুলোতে, এই গানটিতে আমি অনেক কষ্ট করেছি, আমার প্রাণপ্রিয় দর্শকের যদি ভালো লাগে তবে আমার এ কষ্ট স্বার্থক হবে। গানটি তিনি উৎস্বর্গ করেছেন প্রয়াত নায়ক শালমান শাহ্ ‘কে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com