শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

হবিগঞ্জ-ঢাকা রোড পরিবহন শ্রমিক কল্যাণ কমিটির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-ঢাকা রোড পরিবহন শ্রমিক কল্যাণ কমিটির কার্যকরি পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নির্বাচনে ভোট গ্রহন চলে। নির্বাচনে সংগঠনের মোট ২০০ ভোটের মধ্যে ১৮৯ ভোট কাস্টিং হয়েছে। নির্বাচনে চেয়ার প্রতিক নিয়ে ১১২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ দিয়ারিছ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সেলিম মিয়া আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৬৯ ভোট। নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল বারিক (তলোয়ার) ১৩২ ও মোঃ টেনু মিয়া (খেঁজুরগাছ) ৯৫ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে গোলাম ফুল প্রতিক নিয়ে মাসুম মিয়া প্রধান (গোলাপফুল) ৬৫ ভোট পেয়েছেন। সম্পাদক পদে আম প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন শ্রী রতন বর্মন। তিনি (আম) প্রতিক নিয়ে পেয়েছেন ১১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জাফর ইকবাল শ্যামল (আনারস) প্রতিক নিয়ে ৭৯ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আশিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মোঃ মাসুম মিয়া। তিনি (রিক্সা) প্রতিক পেয়েছেন ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জালাল মিয়া (মোটর সাইকেল) প্রতিক নিয়ে পেয়েছেন ৭৭ ভাট। প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজ মিয়া ও কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় শ্রী অমৃত দেব। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে (ফুটবল) প্রতিক নিয়ে মোঃ সাইফুল ইসলাম বজলু ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আনোয়ার হোসে শাকিল পেয়েছেন (ক্রিকেট ব্যাট) প্রতিক নিয়ে পেয়েছেন ৫৭ ভোট। সম্পাদক কল্যাণ সম্পাদক পদে তালা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল করিম। তিনি পেয়েছেন ১০৮ ভোট। তার কিটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুল আহাদ (পতাকা) প্রতিক নিয়ে পেয়ে ৬১ ভোট। এছাড়া কার্যকরি কমিটির সদস্য পদে মোঃ কাউছার মিয়া (মোরগ) ১৩০, মোঃ শামীম মিয়া (হরিণ) ১২৬, মোঃ আশিকুর রহমান (ঘোড়া) ১১৭, ও মোঃ খলিল মিয়া (চাঁদ তারা) ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে অপর প্রার্থী মোঃ ফরহাদ আহমেদ (কবুতর) প্রতিক নিয়ে ৮২ ভোট পেয়েছেন। বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করেন ওই নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। নির্বাচনে তাকে সহযোগিতা করেন আব্দুল আজিজ ও মোঃ শাহাব উদ্দিন। এছাড়া নির্বাচন পরিদর্শন করেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব বাবুল, লিটন মিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম আনু, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আওলাদ মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহির সিকদার, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, দিগন্ত পরিবহনের মালিক ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, অগ্রদূত পরিবহনের মালিক ফজলুর রহমান লেবু, মর্ডান পরিবহনের মালিক আব্দুর রাজ্জাক, জামাল মিয়া, মোটর মালিক গ্রুপের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com