শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

জেলা বিএনপির আলোচনা সভায় জিকে গউছ ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন

  • আপডেট টাইম সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। সভায় জি কে গউছ বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত কঠিন সময়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে যখন আওয়ামীলীগ একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল, ঠিক সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্ব নিয়ে দেশকে অরাজকতা থেকে মুক্ত করেছিলেন। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সাংবাদিকদের কলমের স্বাধীনতা দিয়েছিলেন, ৪টি পত্রিকা থেকে হাজার হাজার পত্রিকা চালুর সুযোগ করে দিয়েছিলেন, মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন- দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি মানেই দেশের গণতন্ত্রের মুক্তি। খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই মানুষের ভোটাধিকার ফিরে আসবে। এ জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আর খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আমাদেরকে সংগ্রাম করতে হবে। রাজপথ ছাড়া খালেদা জিয়ার মুক্তির ফায়সালা হবে না। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা এডভোকেট শামছু মিয়া চৌধুরী, এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, এম জি মোহিত, আজিজুর রহমান কাজল, নুরুল ইসলাম নানু, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শামছুল ইসলাম মতিন, এম জি মওলা, ইউনুছ মিয়া, এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট মুদ্দত আহমেদ, জালাল আহমেদ, জহিরুল হক শরীফ, সফিকুর রহমান সিতু, জহিরুল ইসলাম সেলিম, মহসিন সিকদার, এডভোকেট গুলজার খান, এডভোকেট কুবুত উদ্দিন জুয়েল, আরব আলী, নজরুল ইসলাম কাওছার, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট আব্দুল কাইয়ুম, শেখ মুকলিছুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, ফার”ক আহমেদ, সিরাজুল ইসলাম, আশরাফুল আলম সবুজ, সাইফুল ইসলাম রকি, গোলাম মাহবুব, আল আমিন তালুকদার, নাজমুল হোসেন অনি, মশিউর রহমান টিপু, আরিফিন আব্দাল রিয়াদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com