স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ও গোপায়া ইউনিয়নে ৩ হাজার ৮৭৫ জন নারী-পুরুষের মাঝে সরকারি নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ সহায়তা বিতরণ করেছেন। ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিজন উপকারভোগী ৪৫০ টাকা করে নগদ অর্থ সহায়তা পেলেন। এর মাঝে তেঘরিয়া ইউনিয়নে ২ হাজার ৪৫০ ও তেঘরিয়ায় ১ হাজার ৪৫৫ জন। পৃথক সহায়তা বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) মাশফিকা হোসেন, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য আবু জাহির সরকারি স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য দোয়া ও আশির্বাদ করতে উপকারভোগীদের প্রতি আনুরোধ জানিয়েছেন।