বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলা যুবলীগ (সনাতনী অংশ) এর সভায় ॥ সুশান্তের অবৈধ অস্ত্র উদ্ধার ও তাকে আইনের আওতায় আনার দাবি

  • আপডেট টাইম রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হবিগঞ্জ জেলা যুবলীগ (সনাতনী অংশ) এর এক সভা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি যথাক্রমে সজল রায়, গৌতম কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সুবল গোপ, সাংস্কৃতিক সম্পাদক বিপুল রায়, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ পিন্টু আচার্য্য, আইন বিষয়ক সম্পাদক দেবাংশু দাশ গুপ্ত রাজু, সহ-দপ্তর সম্পাদক ধ্রুব জ্যোতি দাশ টিটু, সহ-সম্পাদক শান্তনু দাশ অলক, সদস্য শেফাল বণিক, স্বপন মজুমদার, শ্যামল দাশ, বিপ্লব রায় সুজন প্রমূখ। সভায় বক্তাগণ বলেন, গত ১৯ এপ্রিল শহরের চিড়াকান্দি এলাকায় সংগঠিত অনাকাংখিত ঘটনার নায়ক হলুদ সাংবাদিক সুশান্ত দাশ গুপ্ত। তার ফেসবুক লাইভ ও স্ট্যাটাসই প্রমাণ করে ঘটনার মূল হোতা কে। সুশান্ত দাশ গুপ্ত লাইভে এসে হবিগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়রকে প্রশাসনের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার অবৈধ পিস্তল দিয়ে গুলি ছুড়ে। নেতৃবৃন্দ প্রশাসনের কাছে সুশান্তের অবৈধ অস্ত্রটি উদ্ধার করে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। সনাতন ধর্মাবলম্বী লোকরা সুশান্ত দাশের সকল অপকর্মের ধিক্কার জানান এবং বলেন, সুশান্ত তার ব্যক্তিগত ঝামেলাকে সে সাম্প্রদায়িক ঘটনার মিথ্যা নাটক সাজিয়ে অবৈধ ফায়দা হাসিলের চেষ্টা করছে। তারা সুশান্তের সাজানো কল্পকাহিনীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা হবিগঞ্জ শহরে হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে সম্প্রীতি নিয়ে বসবাস করছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলুদ সাংবাদিক মাদকাসক্ত সুশান্ত সম্প্রতি সুন্দর হবিগঞ্জ শহরটাকে নিজ স্বার্থের জন্য সাম্প্রদায়িকতার বিষবাষ্প দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। অত্যন্ত পরিতাপের বিষয় সে সাংসদ সদস্য, পৌর মেয়র ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হবিগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে আসছে।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com