মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

অসহায় বৃদ্ধের বাড়ি রাতের আধারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে উপজেলা প্রাশসন

  • আপডেট টাইম শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৩৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজিব ॥ ফেসবুকে বৃদ্ধের অসহায়ত্বের কতা জানতে পেরে জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশে অসহায় বৃদ্ধের বাড়ি খাদ্যসামগ্রী পৌছে িেদয়েছে চুনারুঘাট উপজেলা প্রশাসন। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ওসমানপুর গ্রামের বাসিন্দা ৮১ বছর বয়স্ক বৃদ্ধ মোঃ ফজলু মিয়া ফকির ও ৮৪ বছর বয়স্ক আব্দুল কাদির ফকির লকডাউনে অসহায় ভাবে দিনাতিপাত করছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেয়া হয়। বিষয়টি জেলা প্রশাসক ইশরাত জাহানের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী রাত সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করে। চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ও উপজেলা নাজির কৃষ্ণ কুমার সিংহ তাৎক্ষণিকভাবে ৩০ কেজি চাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান ওসমানপুর গ্রামে বৃদ্ধ এর বাড়ি। খাদ্য সামগ্রী নিয়ে প্রশাসনের লোকজন তার বাড়িতে দেখে হতবাক বৃদ্ধ ফেলফেল করে থাকিয়ে থাকেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ অসহায় বৃদ্ধদের পাশে থেকে আগামীতেও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অন্যান্য সহযোগিতা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একই সাথে তিনি সমাজের বিত্তবানদের লকডাউনের কঠিন সময় গুলোতে অসহায় জনগোষ্ঠীর পাশে এসে দাড়ানোর জন্য আহ্বান জানান। তিনি বলেন এই কোভিড মহামারীর সময় সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে কঠিন সময় এর মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে সুনাগরিক হিসেবে নাগরিক দায়িত্বের অংশ মনে করে অন্যে প্রতিবেশীদের খোঁজখবর রেখে দুঃসময়ে তাদের পাশে দাঁড?াতে হবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে কোভিড পরিস্থিতি মোকাবেলা করলে অচিরেই এই মহামারী থেকে মুক্ত হওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com