স্টাফ রিপোর্টার ॥ করোনায় আক্রান্ত হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এর সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, হবিগঞ্জ জেলা সেক্টর কমন্ডারস ফোরাম-মুক্তিযোদ্ধ’ ৭১ এর সাংগঠনিক সম্পাদক ও পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারমান আলহাজ্ব মুদ্দত আলী, বাহুবল মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মো: নূর মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম, পুটিজুরি ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়াসহ মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ গ্রহন করেন।
মিলাদ মাহফিলে মিলাদ গাজীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।