শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

মানবতার সেবায় হবিগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৩৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া) এর উদ্যোগে রাজনগর ইসলামীয়া এতিমখানার ৪০ জন ছাত্রের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে মাস্ক, সাবান, নেইলকাটার, টুথপেস্ট, ব্রাশ, মেসওয়াক, টয়লেট টিস্যু ও কম্বল। এ সময় ছাত্রদের মধ্যে খাবার ও দেয়া হয়। হবিগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ মুখ পত্রিকার সম্পাদক মোঃ হারুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও রাজনগর এতিমখানার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরী, এতিমখানা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, এতিমখানার সহ-সভাপতি ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম চকদার এবং এতিমখানার তত্ত্বাবধায়ক ও টেলিটকের সাবেক জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সভাপতি কাজী মুকতুল হোসেন, সহ-সভাপতি মাহবুবুল হক আলমগীর, সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, পরিকল্পনা সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সানু, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদত হোসেন, মোঃ শাহাদত হোসেন ভূইয়া তথ্যপ্রযুক্তি ও পরিকল্পনা সম্পাদক, মোহাম্মদ কামাল হোসেন মজুমদার, সিনিয়র সহ-অর্থ সম্পাদক সহ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন কারী আব্দুল করিম। বক্তাগন মানবতার সেবায় হবিগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের সেবামুলক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন। উল্লেখ্য হবিগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা সমিতিটি হবিগঞ্জে কর্মরত সরকারি/বেসরকারি চাকুরিজীবি এবং ব্যবসায়ীদের একটি অরাজনৈতিক সংগঠন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com