শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভার ৩ বছর পূর্তি অনুষ্ঠানে এমপি আবু জাহির মেয়রের সাহসী উদ্যোগের কারনেই কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে হবিগঞ্জে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের অবহিত করণ সভা খোশ আমদেদ মাহে রমজান কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ লন্ডনস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল মাধবপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

জেলা আওয়ামী লীগের আলোচনায় এমপি আবু জাহির ॥ বুদ্ধিজীবী হত্যার ক্ষতি আজও পূরণ হয়নি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আমাদের বুদ্ধিজীবীরা ছিলেন সূর্য সন্তান। ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকান্ডে বাঙালি জাতির যে ক্ষতি হয়েছে, যে মেধাশূন্যতা তৈরী হয়েছে, তা আজও পূরণ হয়নি। তাঁদের সম্পর্কে বলে শেষ করা যাবে না। তাদের বিবেক ছিল আমাদের সম্পদ। যারা তাদেরকে হত্যা করেছে তাদের বিচার না হলেও যারা এর সাথে জড়িত তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। সোমবার রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেছেন, নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি বিশ্বাসঘাতকদের সহায়তায় বেছে বেছে জাতির মেধাবী সন্তানদের হত্যা করেছিল। হত্যার তালিকায় ছিলেন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সংস্কৃতিসেবী, সাংবাদিক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষ। ঘাতকদের উদ্দেশ্য ছিল এ জাতিকে মেধাশূন্য করে ফেলা। যাতে করে দেশ স্বাধীন হলেও এই দেশ স্বাধীনতার পুরো সুফল ভোগ করতে না পারে। এই ক্ষতি কখনও পূরণ হবে না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে উপহার দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ। তিনি বাঙালি জাতিকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। আজ জাতির পিতার সুযোগ্য কন্যা সে স্বপ্ন বাস্তবায়ন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে পথরুদ্ধ করে দিতে একাত্তরের পরাজিত শক্তি নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, আতাউর রহমান সেলিম, এডভোকেট সুলতান মাহমুদ, হুমায়ুন কবীর সৈকত, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মোস্তফা কামাল আজাদ রাসেল, অ্যাডভোকেট সুবীর রায়, হুমায়ুন কবীর রেজা, হাবিব খান, অ্যাডভোকেট সজল খান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com