বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

শায়েস্তাগঞ্জে এসডিজি বাস্তবায়নে কর্মশালা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহায়তায় উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাতের পরিচালনায় কর্মশালার সমাপনীতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। কর্মশালা উদ্বোধনকালে বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সারা দেশে হবিগঞ্জ মডেল। এখানে কি নেই। রয়েছে হাওর, পাহাড় নদী খাল, বিল। এখানকার মাটির নিচে আছে গ্যাস। উপরে আছে চাসহ বিভিন্ন বাগান। এছাড়া প্রাকৃতিক গ্যাস ও উত্তম (সড়ক ও রেল) যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে শায়েস্তাগঞ্জের অলিপুরে বহু নামিদামী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিল্পপ্রতিষ্ঠানে ইতোমধ্যে লাখো বেকার লোকের কর্মসংস্থা হয়েছে। দিন দিন আরো কর্মসংস্থান তৈরী হচ্ছে। তাই বর্তমানে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার উপর গুরুত্বারোপ করতে হবে। কর্মশালায় জানানো হয়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তার সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। এই উদ্দেশ্যকে সম্মুখে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জিআইইউ কর্তৃক বাস্তবায়নাধীন ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় “আমার গ্রাম আমার শহর” আদর্শকে ধারণ করে প্রতিটি জেলায় ও উপজেলায় ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।
এ কর্মশালায় শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ৫০ জন অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com