শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

নবীগঞ্জে সহ¯্রাধিক ম-পে শ্যামাকালীপূজা-দিপাবলী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় সহ¯্রাধিক ম-পে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গত শনিবার রাতব্যাপী শ্রী শ্রী কালীপুজা ও দিপাবলী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজানুষ্ঠান সম্পন্ন করা হয়।
নবীগঞ্জ পৌর এলাকার গোবিন্দ জিউড় আখড়া, ঐতিহ্যবাহী মহাকাল সংসদ, আক্রমপুর লোকনাথ মন্দির, কানাইপুর তরুণ সংঘ, গয়াহরি প্রগতি সংঘ, জয়দুর্গা সংঘ, আদিত্যপুর শ্যামল চক্রবর্ত্তীর বাড়ী পুজা ম-প, আদিত্যপুর ঐতিহ্যবাহী কালীবাড়ী ও নবজাগরণ সংঘসহ উপজেলায় প্রায় ১ হাজারেরও বেশি ম-পে শ্রী শ্রী শ্যামাকালীপুজা অনুষ্ঠিত হয়। তবে এ বছর বৈশি^ক মহামারী করোনা ভাইরাস ও স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতার কারণে কোন কোন ম-পে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীবাড়ীতে পুজা পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রাজীব কুমার দে তাপস, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কালীবাড়ী কমিটির সভাপতি হিমাংশু চন্দ্র দে, অবসরপ্রাপ্ত শিক্ষক রথীন্দ্র লাল দে মুকুল, অরুন চন্দ্র দেব, সাধারন সম্পাদক করুনাময় দে বাচ্চু, বাবলু দে, শিক্ষক গৌতম দে রিপন, বিমল দেব, শংকু দেব, বিশ^জিত দে, সমীরন দে পিংকুসহ অন্যান্য পুজারীবৃন্দ। এছাড়া শিবপাশা মহাকাল সংসদের উপদেষ্টা নির্মলেন্দু দাশ রানা, সভাপতি হিমাদ্রী শেখর দাশ, সাবেক সভাপতি নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, সাধারন সম্পাদক যুব দাশ, কানাইপুর তরুণ সংঘের সভাপতি নিক্সন পাল, সাধারণ সম্পাদক জীবন চৌধুরী, সাবেক সভাপতি শ্যামল কুমার পাল, প্রবীর পাল কুটি, ক্ষিতিশি পাল, অজয় পাল, সৌরভ পাল, অন্তু পালসহ সকল পুজারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুরস্থ লোকনাথ সেবা সংঘের উদ্যোগে এবং সংগঠনের সভাপতি সুখেন্দু পুরকায়কায়স্থ এবং সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশের সার্বিক পরিচালনায় শনিবার সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত বার্ষিক রাখের উপবাস ও প্রদীপ প্রজ¦লন অনুষ্ঠিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com