বুধবার, ২১ মে ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

নবীগঞ্জে বিদ্যুাতের উদ্বোধনকালে এমপি মুনিম চৌধুরী বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসাবে গড়তে কাজ করছে সরকার

  • আপডেট টাইম শনিবার, ৩১ মে, ২০১৪
  • ৮৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ থেকে ॥ এমপি এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, নবীগঞ্জের পারকুল বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্টে আগামী অর্থ বছরেই ৯৫০ মেঘাওয়াট বিদ্যুৎ উপাদন শুরু হবে। এতে বাংলাদেশে বিদ্যুতের লোডশেডিং কমে যাবে। তখন সকল গ্রামাঞ্চলকে বিদ্যুতায়ন করা সম্ভব হবে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। এ সরকারের আমলেই বিদ্যুতের চাহিদা মেটাতে ও জন দূর্ভোগ লাগব করতে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার সকল গ্রামকে বিদ্যুতের আওতায় আনা হবে।
তিনি গত বুধবার দুপুরে নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামে ১০২ জন গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি হিসাবে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা-বাবা ভাই-বোন হারিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই সারাদেশে বিদ্যুৎ এর চাহিদা মেটাতে খুবই দতার সহিত কাজ চালিয়ে যাচ্ছেন।
রায়পুর গ্রামের সুলেমান মিয়ার সভাপতিত্বে এবং মৌলানা আলতাফ আলী ও মলিক মিয়ার যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, সাধারন সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাপার সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী, পল্লী বিদ্যুতের জি এম মোঃ রেজাউল হক, শফিউল আলম হেলাল, ডিজি এম ভজন কুমার বর্মন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মাসুক মিয়া, ইউপি সদস্য আলহাজ্ব বদরুল ইসলাম, উপজেলা জাপার সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুরাদ আহমদ, আউশকান্দি ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান নোমান, কামাল হোসেন, আব্দুল ওয়াদুদ, মল্লিক, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক কমল মিয়া, জাপা নেতা আব্দুল মতিন চৌধুরী, ফয়জুল ইসলাম দিনু, আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান হারুন, শ্রমিক নেতা দিলাশাদ মিয়া, আলহাজ্ব ময়নু মিয়া, আউশকান্দি ইউপি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম এ ছবুর, উস্তার মিয়া, খালিছ আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com