মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দুলচতুল গ্রামে দুবাই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ধর্ষিতা গৃহবধূ জানান, ৪ বছর পূর্বে তার স্বামী জীবিকার তাগিদে দুবাই চলে যান। এরপর থেকে ওই তিনি তার সন্তানকে নিয়ে পিত্রালয়ে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে মহসিন মিয়া (৩০) ও মস্তফা মিয়া (২০) নামের দুই যুবক তাকে কুপ্রস্তাব দিতো। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ সেপ্টেম্বর গভীররাতে পরিবারের সদস্যরা বাড়ি না থাকার সুযোগে ওই যুবকরা ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয় মুরুব্বীরা সমাধানের চেষ্টা নকরে ব্যর্থ হন। এ অবস্থায় গৃহবধু রবিবার হবিগঞ্জ সদর হাসপাতালে ধর্ষণের অভিযোগ এনে ভর্তি হন। এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসক অমৃতা সাহা জানান, ধর্ষণের অভিযোগ এনে ভর্তি হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com