সোমবার, ২৬ মে ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন

নবীগঞ্জের চৌকি বিলপাড়ে আব্দুল হামিদ চৌধুরীর উদ্যোগে অসহায় মানুষকে সাহায্য প্রদান

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ চৌকি বিলপাড়ে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর অধঃস্থন পুরুষ মাজার শরীফের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরীর উদ্যোগে মোতাওয়াল্লী পরিবারের পক্ষ থেকে বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার সৌজন্যে পবিত্র রামাদান উপলক্ষে গরীব দুঃখী, অসহায় মানুষকে সাহায্য প্রদান করা হয়েছে।
প্রতি বৎসরের ন্যায় এবারও মাজার সংলগ্ন এ বিতরণের আয়োজন করা হয়। করোনা ভাইরাসের কারনে মানুষ ঘরবন্ধি থাকায় করাখাল বিলপাড়, ইমাম বাঐ, দক্ষিন গাঁও, শেখের গাঁও, নীজ চৌকি, দৌলত পুর, চানপুর, ধুলচাতল এবং নবীগঞ্জে প্রায় দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাউল, ডাইল, তৈল, পিয়াজ, লবন, সাবান এবং নগদ অর্থ প্রদান করা হয়। খাদ্য সামগ্রী বিতরন পূর্বে মাদ্রাসা প্রাঙ্গনে করোনা ভাইরাস এবং আসমানী জমিনি গজব থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন অত্র মাজার মসজিদের ইমাম, মাজার কমিটির সেক্রেটারী ও বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ গিয়াস উদ্দিন তালুকদার। এতে উপস্থিত ছিলেন মাজার কমিটির সভাপতি মাতাব উদ্দিন, ক্যাশিয়ার মাসুক চৌধুরী, মাহমদ চৌধুরী এবং বিশিষ্ট মুরুব্বী জানফর উল্লাহ সহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com