মাধবপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন জেলা লকডাউনসহ সারা দেশে স্তব্ধ পরিবেশ বিরাজমান করলেও মাধবপুরের অর্ধশতাধিকের শিল্প কারখানা রয়েছে সচল। চা বাগানসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত শ্রমিক প্রতিদিন গাদাগাদি করে নিজস্ব বাস, লেগুনাসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করে কারখানাতে কর্মস্থলে আসছে।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ ফ্যাক্টরি থেকে কেবলমাত্র মাস্ক ব্যবহার করে দলের দল শ্রমিকদের বের হতে ও কর্মে যোগ দিতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শ্রমিক জানান- মাধবপুরে স্থাপিত অধিকাংশ শিল্প কারখানায় শ্রমিক ইউনিয়ন নেই। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানায়, চাকুরী হারানোর ভয়ে জীবনের ঝুকি নিয়ে অফিসারদের নির্দেশে কর্মে যোগ দিতে হচ্ছে। শ্রমিকদের ছুটি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ কর্তৃপক্ষের এখতিয়ারই রয়েছে। এ বিষয়ে একটি কোম্পানীর ম্যানেজার জানান-এখনো প্রশাসনিক ভাবে কোম্পানী বন্ধের কোন নির্দেশনা পাইনি। প্রতিটি শ্রমিকের পর্যাপ্ত পরিমান নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান।
জানা গেছে, জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে পরিচলানা করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে স্বাস্থ্য তথা করোনা ঝুকি নিয়ে শ্রমিকদের কাজ করতে হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।