সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

মাধবপুরে ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ী উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১২ মে, ২০১৪
  • ৩৬০ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার হরষপুর সীমান্ত এলাকা থেকে ১৫ লাখ টাকা মূল্যের ৪৩৩ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার দিনগত রাত ২টার দিকে বিজিবি হরষপুর বিওপি’র সদস্যরা এ শাড়িগুলো উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়- রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার হরষপুর বিওপি’র অধিনায়ক নায়েক হাবিলদার হাবিবের নেতৃত্বে বিজিবি সদস্যরা হরষপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ১৫ লাখ টাকা মূল্যের ৪৩৩ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক (এডি) আকরাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com