মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসারের প্রচেষ্টায় ॥ ৩০ বছর ২ মাস ১৯ দিন পর মুক্তি পাচ্ছেন কনু মিয়া দীঘলবাগে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত নবীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত শহরে ইদুরের ওষুধ সেবনে আত্মহত্যা সাংবাদিকের মোটর সাইকেল চুরির ৩ ঘন্টার মধ্যে ওসির আপ্রাণ চেষ্টায় উদ্ধার বৃটেনের কার্ডিফ শাহ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন নবীগঞ্জে সংঘর্ষে নিহত রিমনের দাফন সম্পন্ন বাহুবলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল নবীগঞ্জের যুবকের ॥ ২ জন আহত

নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ২২ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ দীর্ঘদিনের বিরোধ অবসানের পর অবশেষে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। নবীগঞ্জের সাংবাদিক সমাজের ঐহিত্যবাহী সংগঠন ‘নবীগঞ্জ প্রেসক্লাব’ এর ইতিহাসে সর্ব প্রথম এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার ও নির্বাচনী আমেজ বিরাজ করছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন পদে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। জেলা পরিষদ ডাক বাংলোতে প্রধান নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা রফিক ও নির্বাচন কমিশনার ফজলুর রহমান এর উপস্থিতিতে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে- ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, দৈনিক যুগান্তর এর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার। সহ-সভাপতি পদে দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি আশাহিদ আলী আশা মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ পদে তার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।
সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ সেলিম তালুকদার, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম মুজিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় এর প্রতিনিধি সলিল বরন দাশ, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কিবরিয়া চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাংবাদিক আকিকুর রহমান সেলিম ও বৈচিত্রময় সিলেটের প্রতিনিধি আবু তালেব। এছাড়াও নির্বাহী সদস্য ৮ জনের বিপরীতে ১১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীরা হচ্ছেন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠু, দৈনিক কাজির বাজার প্রতিনিধি তোফাজ্জল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এটিএম সালাম, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক বাংলাদেশ খবরের প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সুবিনয় রায় বাপ্পি, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শাহ সুলতান, দৈনিক দিনকাল প্রতিনিধি অলিউর রহমান অলি।
এদিকে তফশিল ঘোষনার পর থেকেই প্রার্থীরা প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। বিশেষ করে শহর জুড়েই যেন সাংবাদিকদের মাঝে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর, রোজ রবিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলবে একটানা ভোট গ্রহণ। ৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com