স্টাফ রিপোর্টার ॥ ৩ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর বাইপাস থেকে গোপালপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা নির্মাণের ঘোষণা দিয়েছেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শনিবার বিকেলে জালালাবাদ গ্রামবাসী আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এই ঘোষণা দেন তিনি।
এ সময় এমপি আবু জাহির বলেন, যে কোন এলাকার রাস্তাঘাট ভাল থাকলে সেখানে জমির মূল্যও বেশি থাকে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর বিগত ১১ বছরে প্রায় প্রতিটি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করে দিয়েছি। বিশেষ করে স্কুল-কলেজ প্রতিষ্ঠাসহ আধুনিক স্টেডিয়াম ও শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হওয়ায় এই এলাকার জমির মূল্য অনেক বেড়ে গিয়েছে। ভবিষ্যতেও আমার এই উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আনোয়ারপুর থেকে গোপালপুর পর্যন্ত রাস্তাটি নির্মাণ ছিল এলাকাবাসীর প্রাণের দাবি। নিজ উদ্যোগে বিভিন্ন স্থাপনা অপসারণও করেছেন লোকজন। অবশেষে এমপি আবু জাহির ৩ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণের ঘোষণা দেয়ায় এলাকার লোকজন আনন্দিত। এ সময় মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক হাত তালি দিয়ে সংসদ সদস্যকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। জালালাবাদ গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পাারভেজ, সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য জিলু মিয়া, এলাকার বিশিষ্ট মুরুব্বী মন্নর মিয়া, মোঃ আলমগীর হোসেন, আব্দুল হাশিম, সেকুল মিয়া প্রমুখ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২-০ গোলে উমেদনগর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জালালাবাদ একাদশ। দুইদলে মোট ৬ জন বিদেশী খেলোয়াড় মাঠে নামে। পুরো খেলাজুড়ে ছিল টান টান উত্তেজনা। পরে চ্যাম্পিয়ন দলের হাতে রঙিন টেলিভিশন এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন এমপি আবু জাহির।
এছাড়াও সংসদ সদস্য তার ব্যক্তিগত পক্ষ থেকে গোলদাতাদেরকে পুরস্কৃত করেন। পাশাপাশি এই মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তিনি।