শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নবীগঞ্জে প্রতি কেজি পেয়াজের মুল্য ১০০ থেকে ১১০ টাকা !

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৫১০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ গতকাল সন্ধ্যায় ৮৫ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনে বাড়ি ফেরেন আনোয়ার মিয়া। পেশায় রিক্সা চালক। বাড়ি ফিরতেই স্ত্রী জানান, পেঁয়াজের দাম নাকি আরও বাড়বে। শুনে আনোয়ার মিয়া ভাবেন, সকালে গিয়ে আরও কিছু পেঁয়াজ কিনে আনবেন। সকালে বাজারে গিয়ে হতভম্ব বেচারা। দেখলেন প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে হয়ে গেছে ১১০ টাকা। বিক্রেতা বললেন, ‘নিয়ে নেন ভাই, দাম আরও বাড়ব।’
পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত। এ সংবাদে দেশের বাজারে হু হু করে বেড়ে যায় পেঁয়াজের দাম। রাজধানীসহ বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। ভারত ও মিয়ানমার থেকে আসা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। খুচরা বাজারে দেশি আর ভারতীয় পেঁয়াজের দামের কোনো ভেদাভেদ নেই। সব পেঁয়াজই এখন কেজি প্রতি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
গতকাল রবিবার নবীগঞ্জ সদরসহ উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, পাইকারি বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ ৫২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এক কেজি কিনতে হচ্ছে ১১০ টাকায়। ভারতীয় পেঁয়াজ ও অনেকটা দেশি পেঁয়াজের মতো দেখতে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে এক পাল্লা ৪৫০ টাকায়। খুচরা বাজারে দাম আরও কিছুটা বেশি। বাজার ঘুরে দেখা গেল, অন্য সময়ের চেয়ে বাজারে পেঁয়াজের বিক্রেতা অনেক কম। অন্যদিকে ক্রেতারা সংখ্যায় অনেক বেশি। পেঁয়াজ কিনতে আসা বেগম বিবি নামে এক ক্রেতা জানালেন, দাম আরও বাড়তে পারে এমন আশঙ্কায় সকাল সকাল পেঁয়াজ কিনতে এসেছেন তিনি। পাঁচ কেজি পেঁয়াজ কিনেছেন ৫২০ টাকা দিয়ে। নবীগঞ্জ সদরসহ বিভিন্ন বাজারে রাতারাতি বেড়ে গেছে পেঁয়াজের দাম। সাকুয়ার বাসিন্দা লেচু মিয়া বলেন, আজ সকালে খুচরা বাজার থেকে ১১০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন তিনি। কোনো কোনো বিক্রেতা ১২০ টাকা কেজিও চাইছিলেন। হরিপুরের বাসিন্দা রুবেল মিয়া বলেন, ১১০ টাকার কেজির নিচে কোনো ধরনের পেঁয়াজই পাননি তিনি।
এদিকে রাতারাতি এত দাম বেড়েছে কেন জানতে চাইলে নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী খুচরা বিক্রেতা আব্দুল মুহিত বলেন, গতকাল রবিবার দুপুরে শহরের পাইকারী ব্যবসায়ী কালী বাবুর দোকান থেকে ১০ কেজি প্রতি কেজি পেঁয়াজ ক্রয় করেছেন ১০৫০ টাকায়। তাহলে বিক্রি করতে হচ্ছে ১১০ টাকায়। অনুরুপ ভাবে রসুনের দামও বৃদ্ধি পাচ্ছে। নবীগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে পেয়াজের দাম ১০০/১১০ টাকা কেজিতে বিক্রি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে। নিত্য প্রয়োজনীয় এই পেয়াজের মুল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবী ভুক্তভোগীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com