শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

শিক্ষকরাই জাতি গঠনে বলিষ্ট ভূমিকা পালন করেন নবীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস আলোচনা সভায় বক্তারা

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৪৯৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে গতকাল শনিবার বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে হিরা মিয়া গার্লস হাইস্কুলের হল রুমে ওই সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন বাতিল, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বদলী প্রথা চালুকরণ, তথা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে সরকারের নিকট শিক্ষকবৃন্দ এই আহবান জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষকরা বলেন, আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছি। আমরা বৈষম্য চাই না নিজেদের ন্যায্য অধিকার চাই। সরকারি স্কুল কলেজগুলোতে যে বই পড়ানো হয় আমরাও সেই একই রকম বই পড়াই। তবে আমাদের বেলায় এত বৈষম্য কেন। এক দেশে তো আর দুই নীতি চলতে পারে না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে সকল শিক্ষকদের মর্যাদা সমান করতে হবে। প্রধানমন্ত্রীও কোনো শিক্ষকের ছাত্রী ছিলেন। এই সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান উন্নয়নে এই সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের মূল্যায়ন করবেন বলে আমরা বিশ্বাস করি। তাই আগামী ২০২০ সালে মুজিব বর্ষে বেসরকারী এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণের ঘোষনা দিয়ে শিক্ষা বৈষম্য দূর করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করবেন এবং এসডিজি ফোর লক্ষ্যমাত্রা অর্জন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিশ্র“তি বাস্তবায়ন করে নজির স্থাপন করবেন। নবীগঞ্জ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের সাধারন সম্পাদক আফজল হোসেন তালুকদার লিখিত বক্তব্যে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। সংবাদ সম্মেলনের পূর্বে বিশ্ব শিক্ষকদিবস উলপক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হীরা মিয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফুল আলমের সভাপতিত্বে ও তাহিরপুর এন,ই আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আফজল হোসেন তালুকদারের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সঈদপুর বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলী আক্কাস মোল্লা, নহরপুর মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সালাম, সহ সুপার মোঃ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ ওবায়দুল হক, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, কাজির বাজার দাখিল মাদ্রাসার মোঃ শামসুল হক, আঞ্জব আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিম চৌধুরী, সহকারী শিক্ষক মনসুর আহমেদ আতিক, মোঃ বদররুজ্জামান, দীঘলবাক উচ্চ বিদ্যালয় কলেজের প্রধান শিক্ষক সালেহ আহমেদ, ইনাতগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক এ এস এম খলিলুর রহমান ভূইয়া, হযরত তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলাপদ দাশ, মোঃ মিজানুর রহমান, মোঃ সুমন হোসেন, মোঃ হারুন মিয়া, হিরা মিয়া গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com