মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসারের প্রচেষ্টায় ॥ ৩০ বছর ২ মাস ১৯ দিন পর মুক্তি পাচ্ছেন কনু মিয়া দীঘলবাগে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত নবীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত শহরে ইদুরের ওষুধ সেবনে আত্মহত্যা সাংবাদিকের মোটর সাইকেল চুরির ৩ ঘন্টার মধ্যে ওসির আপ্রাণ চেষ্টায় উদ্ধার বৃটেনের কার্ডিফ শাহ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন নবীগঞ্জে সংঘর্ষে নিহত রিমনের দাফন সম্পন্ন বাহুবলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল নবীগঞ্জের যুবকের ॥ ২ জন আহত

থানা জনগণের আশ্রয়স্থল ও সেবা কেন্দ্র-পুলিশ সুপার

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৮০ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ ১৬ বছরের চাকুরী জীবনে দুর্নীতি করিনি, মাদক ব্যবসায়ী সমাজের শত্রু এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এদের সঠিক তথ্য দিয়ে আপনারা পুলিশকে সহায়তা করুন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল থানা পুলিশ এ সমাবেশের আয়োজন করে। উপজেলার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
জনতার উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, কোথাও মাদক সেবন, বিক্রির তথ্য থাকলে ওসিকে জানাবেন। ওসি যদি কোনো ব্যবস্থা না নেন আর ওই এলাকায় মাদক বিস্তারের খবর আমার কাছে পৌঁছে, তাহলে সংশ্লিষ্ট থানার ওসিকে জবাবদিহি করতে হবে। অবহেলা সহ্য হবে না। পুলিশ সুপার আরো বলেন, নিজের আত্মপ্রচারের জন্য বলছি না। ১৬ বছরের চাকুরী জীবনে দুর্নীতি করি নাই। সরকারি বেতনের টাকায় চলি। সুতরাং আমার নাম দিয়ে কেউ পয়সা জনগণের কাছ থেকে নিতে পারবে না। এ ম্যাসেজ সবার কাছে পৌঁছাবেন। কিভাবে কাজ করতেছি। আমার পুলিশ দিয়ে কোনো মানুষ অন্যায়ভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটা হচ্ছে আমার প্রথম কথা। সকল মানুষ দূরের জেলা সদরে আমার কাছে অনেক সময় যেতে পারে না। তাই থানা হবে জনগণের আশ্রয়স্থল ও সেবা কেন্দ্র। অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কাজ চলছে জানিয়ে পুলিশ সুপার ফারুক আহমেদ আরও বলেন, সকল অপরাধীদের তালিকা করা হচ্ছে। জনগণের কাছে অপরাধীদের তালিকা দেওয়া হবে। যাতে জনগণের সহায়তায় দ্রুত সময়ে অপরাধীদের সনাক্ত করা যায় ও আইনের আওতায় নেওয়া সম্ভব হয়। এক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন।’ জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সুধী সমাবেশের সূচনা করেন পুলিশ সুপার। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও (প্রশাসন) আনোয়ারুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়া, সাবেক বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হরিপদ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। সুধী সমাবেশের উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্য ও মানবাধিকার কর্মী এসকে দাস সুমন, উপজেলা যুবলীগ সভাপতি বেলায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়া, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, পৌর মেয়র মহসিন মিয়া, ডা. হরিপদ রায়, ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, আশীদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, শ্রীমঙ্গল ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক হাজি কামাল হোসেন, বদরুল আলম শিপলু, সাবেক ইউপি সদস্য ফরিদ মিয়া, পরিবহন শ্রমিক নেতা শাজাহান মিয়া প্রমুখ। সুধী সমাবেশের সভাপতি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক এর সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com