স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ২পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত আড়াইটার দিকে বানিয়াচং থানার এসআই আমিনুল হক, এএসআই আব্দুল মজিদ ও এএসআই শামছুল হক এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে বানিয়াচং থানাধীন চুতুরঙ্গরায়ের পাড়া ও হেঙ্গুমিয়ার পাড়া গ্রামে অভিযান চালায়। এসময় চতুরঙ্গরায়ের পাড়া গ্রামের মৃত মগু উল্লার ছেলে মো: শাহজাহান মিয়া ও হেঙ্গুমিয়ার
বিস্তারিত