রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ॥ ৫ দালাল আটক হবিগঞ্জ চেম্বারের বার্ষিক সাধারণ সভায় দ্রুত নির্বাচনের দাবি দেশের মা-মাটি-মানুষের সাথে বিএনপির বন্ধন-সৈয়দ ফয়সল জেলা বিএনপির মতবিনিময় সভা জি কে গউছ ॥ এমন কিছু করা যাবে না যাতে জনগণের সাথে দুরত্ব তৈরী হয় নবীগঞ্জে মাওলানা মনোহর আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের অভিষেক, ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক অনুদান প্রদান ব্যারিস্টার জাকারিয়া রকি-কে এলাকাবাসীর সংবর্ধনা প্রদান হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই

শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না-এমপি মজিদ খান

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুলাই, ২০১৮
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি ততো উন্নত। তাই কোন দেশের উন্নয়নের আগে সে দেশের মানুষকে বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না।
গতকাল রবিবার সকালে বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের আমির খানী জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত একাডেমি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইহকালে যারা মসজিদ-মাদ্রাসা গড়ে তোলেন পরকালে তারা সুফল পান। সঠিকভাবে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে কেউ অপরাধের সাথে জড়াতে পারে না। কিন্তু একটি কুচক্রী মহল বিভিন্ন অপকর্মের মাধ্যমে মাদ্রাসা শিক্ষাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। জননেত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ নির্মুলে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সারা বিশ্বে সফলতার স্বাক্ষর রেখেছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ ভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ জে মসউদ হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল কাদিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলীয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান বিএসডি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুবাশাবির আহমেদ, সুপার এ এইচ মুমসাদ হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহম্মদ লস্কর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু মোতালেব খান লেচু, সাধারণ সম্পাদক মুনতাকিন বিশ্বাস, জনাব আলী কলেজের সাবেক ভিপি শাহ নেওয়াজ ফুল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া, উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা স্বেছাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেল, এজেডএম উজ্জ্বল, রফিকুল আলম চৌধুরী রিপন, হাফিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com