বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

আজমিরীগঞ্জে নবম শ্র্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার দায়ে বখাটে আটক

  • আপডেট টাইম বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৭৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে নবম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার দায়ে এক বখাটেকে আটক করেছে পুলিশ।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে এবং মোবাইল এস, এম, এস এর মাধ্যমে দীর্ঘদিন যাবৎ ইভটিজিং করে আসছিল এক বখাটে যুবক। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে ওই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সকাল সাড়ে ৯ টায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসলে, পূর্ব থেকে উৎপেতে থাকা বখাটে ওই ছাত্রীকে উদ্দেশ্য করে টিটকারি দেয়। একই সময় ওই ছাত্রীর পিতার মোবাইল ফোনে কয়েকটি এস, এম, এস পাঠায়। এস, এম, এস পেয়ে মোবাইল ফোনটি সাথে নিয়ে, সে মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ছুঁটে আসে এবং তাকে প্রেরিত এস,এম,এস গুলো দেখায়।
পর বিষয়টি আজমিরীগঞ্জ থানাকে অবহিত করা হয়। থানার এস, আই হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল পু্লশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তা থেকে দুপুর ১২ টায় ওই বখাটে যুবককে আটক করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে। আটকের কিছু সময় পরই এলাকার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ওই বখাটেকে ছাড়িয়ে নিতে থানা চত্বরে ভিড় জমায়। পর দুপুর দেড়টায় ওই বখাটেকে থানা থেকে ছেড়ে দেয় পু্লশি। ওই বখাটে যুবক কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুরের বাসিন্দা শোধন সূত্রধরের পুত্র রিংকু সূত্রধর (২২)। সে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের শুক্রীবাড়ি গ্রামের বাসিন্দা গৌতম সূত্রধরের শ্যালক হওয়ার সুবাদে ওই গ্রামে দীর্ঘদিন ধরে তার আসা-যাওয়া রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com