বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন

নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে এমপি মজিদ খান ॥ বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই দিলে শিক্ষার মান উন্নয়ন হয়

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ৮০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, বছরের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই দিলে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন হয়। তিনি গত রবিবার সকাল ১০টায় উপজেলার নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ে, “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে সারাদেশের ন্যায় অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
nagura2বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শরীফ উল্লাহর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কাঞ্চন কুমার শীলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মোঃ আঃ জাহির ও গীতা পাঠ করেন শম্পা রাণী দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মোঃ আস্কর মিয়া, বিপুল ভূষন রায়, ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, ডাঃ অসিত রঞ্জন দাস, সমীরন চন্দ্র দাস, মোঃ মইনুল ইসলাম, মোঃ ফজল মিয়া, মোঃ নানু মিয়া, মোঃ আবু ফজল চৌধুরী, আব্দাল হোসেন তরফদার, আরজু মিয়া, মোঃ আফরোজ মিয়া, প্রধান শিক্ষিকা শাহীনা খানম, ডাঃ সুনীল বরণ দেবনাথ চৌধুরী, আব্দুল মোক্তাদির চৌধুরী (অপু), মোঃ আফরোজ মিয়া, আলী হায়দার, আব্দুল বারিক, সেফুল রানী দাস, দাতা অনুকুল চন্দ্র দাস, ডাঃ ধীরেন্দ্র চন্দ্র দাশ, মাসুক মিয়া, জহির আমীন, মোফাচ্ছল হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। পরে বিদ্যালয়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত মিম্পি আক্তার অন্তরা, বাবুল চন্দ্র গোপ, শম্পা রাণী দাস প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com