মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তিন দিনে ৭০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থবছরের বাজেট ঘোষণা নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অভিযুক্ত আকাশকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত মালামাল নিলাম মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ॥ গ্রামজুড়ে শোকের ছায়া শায়েস্তাগঞ্জে ইন্টেক সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষকলীগ নেতা আটক শহরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলার আসামি গ্রেফতার

তারুণ্যের কাছে কোন সীমাবদ্ধতাই বাধা নয়-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বপ্ন আকাশ ছোয়ার। কিন্তু সাধ্য সীমিত। তবে তারুণ্যের কাছে যে কোন সীমাবদ্ধতাই বাধা নয় তা আবারও প্রমান করলেন হবিগঞ্জের তরুন সংগঠকরা। তবে যথারীতি পিছনের মানুষ সেই হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা এমপি অ্যডভোকেট মো. আবু জাহির। হবিগঞ্জ ক্রিকেট স্কুল স্থানীয় জালাল স্টেডিয়ামে প্রথম বারের মত আয়োজন করল এমপি আবু জাহির টুয়েন্টি-টুয়েন্টি নাইট ক্রিকেট টুর্ণামেন্ট। গতকাল রাতে আলোর রোশনাই দেখা দেয় মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজির ধাধায় দর্শকরা ভাবছিলেন টেলিভিশনে কোন অনুষ্টান দেখছেন কিনা।
গতকাল এমনি এক আলো জ্বলমলে অনুষ্ঠানের মাধ্যমেই মাঠে গড়ায় টুর্ণামেন্ট। হবিগঞ্জ ক্রিকেট স্কুলের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মকসুদুর রহমান উজ্জলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম। বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সরকারী বৃন্দাবন কলেজের সাবেক ভিপি গাউছুল ইমাম সুজন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, সফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, ক্রিকেট স্কুলের পরিচালক ইব্রাহিম খলিল সোহেল ও রিন্টু রায়।
উদ্বোধনী অনুষ্টানে এমপি আবু জাহির ক্রিকেট স্কুলকে দুই লাখ টাকা অনুদান ঘোষনা করেন। যাতে আগামীতে আরও বৃহত্তর পরিসরে নাইট ক্রিকেট টুর্নাামেন্ট করা যায়। তিনি হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক ভেন্যুতে রূপদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
উদ্বোধনী খেলায় হবিগঞ্জ ক্রিকেট স্কুল ৭ রানে একুশে ক্রীড়া চক্রকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ফাহিম।
প্রসঙ্গত, নক আউট ভিত্তিক টুর্ণামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার ও রানার্সআপ দলকে ১০ হাজার টাকার প্রাইমানি প্রদান করা হবে। এছাড়াও প্রতি খেলায় ম্যান অব দ্যা ম্যাচকে ১ হাজার টাকা পুরস্কার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com