সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০১:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে জুয়েল মিয়া নামে দেড় বছরের শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শনিবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল কৃষক সুহেল মিয়ার একমাত্র সন্তান।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জুয়েল মিয়া সকালে বাড়ীর সামনে খেলাধুলা করছিল। হঠাৎ করে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে পাশের বাড়ীর পুকুরে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। জুয়েল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।