বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

নবীগঞ্জে শোক সভায় এমপি আবু জাহির ॥ বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছিলেন

  • আপডেট টাইম রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড” মোঃ আবু জাহির বলেছেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় অধিকার বঞ্চিত মানুষের পাশে ছিলেন। তিনি ছিলেন নিপীড়িত মানুষের দিশারি। জাতির পিতার আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। শোককে শক্তিতে রূপান্তরিত করে কাজ করতে হবে। তিনি বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আধুনিক বাংলার স্বপ্নদ্রষ্টা। তাঁর স্বপ্ন ছিলো দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু ঘাতকরা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন হতে দেয়নি। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে বাংলাদেশ গন্তব্যহীন জাতি হবে। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দ্রুত উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যা”েছন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী বলেন- আমরা যারা সোনার বাংলা বলি, বঙ্গবন্ধুর জন্ম না হলে সোনার বাংলা সৃষ্টি হত না, জাতি স্বাধীন হত না। আমরা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবো।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপ¯ি’ত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আবুল ফজল ও অ্যাডঃ মোঃ আলমগীর চৌধুরী, অ্যাডঃ সুমঙ্গল দাশ, বুরহান উদ্দিন চৌধুরী, অ্যাডঃ সুলতান মাহমুদ, অ্যাডঃ মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, মোস্তাক আহমেদ মিলু, আব্দুল মালিক, শাহ রিজভী আহমেদ খালেদ, মোজাহিদ আহমেদ, নির্মলেন্দু দাশ রানা, দিলারা হোসেন, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা, ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, সমর দাশ, দেলোয়ার হোসেন, আব্দুল খালেক, মুজিবুর রহমান, ফরহাদ আহমেদ পাঠান, সুজন মিয়া, বজলুর রহমান, শৈলেন দাশ, অ্যাডঃ শাহনুর আলম ছানু, আব্দুস সালাম, গুল মোহাম্মদ কাজল, যুগ্ম আহ্বায়ক খয়রুল বশর চৌধুরী, রাব্বী আহমেদ মাক্কু, আব্দাল করিম, গৌতম কুমার দাশ, মুহিবুর রহমান আকল, হেকিম মিয়া, নুরুজ্জামান প্রমূখ। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com