রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক সাইদুরসহ ৪ মুর্তি চোর গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ডাকাতির প্রস্তুতিকালে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ মুর্তি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেঢতার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে রামদাসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হচ্ছে- নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর গ্রামের আশরাফ উল্লার পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান (২৭), আবু মিয়ার পুত্র আলী হোসেন (২৫), আব্দুল মালিকের পুত্র এম.কে রাহুল (২৮), রাজনগর গ্রামের আশবদ উল্লার পুত্র সুরুজ আলী (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। এতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতংক দেখা দেয়। মুর্তি চোর চক্রকে ধরতে তৎপরতা চালায় পুলিশ।
এদিতে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার শামছুল ইসলাম, এসআই সামছুল ইসলাম, এসআই কাউছার আলমসহ একদল পুলিশ উপজেলার ইমামবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতি সংঘটিত করার জন্য নির্জন স্থানে অবস্থানরত উল্লেখিত ৪ জনকে পুলিশ আটক করে। এসময় তাদের নিকট থেকে বিষ্ণু মুর্তি, হাতুড়ি, দাড়ালো ছুরি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় নবীগঞ্জ থানার এসআই শামছুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুর্তি চোর চক্রকে আটক করা হয়েছে। তারা ইমামবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সময় ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুর্তি চুরির সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করে। এ সময় আটককৃতরা তাদের আম্রয় প্রশয় দাতা একাধিক গডফাদারের তথ্যও পুলিশকে দিয়েছে। পুলিশ তাদের তথ্য সতর্কতার সাথে যাচাই বাছাই করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com