রবিবার, ১৮ মে ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে শালিসে প্রতিপক্ষের সর্দারকে মারধর ॥ শালিস পন্ড শহরে স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগে আপন ভাই-মামার বিরুদ্ধে মামলা দায়ের শহরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম হবিগঞ্জে অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রফেশনাল শেফ কোর্সের সনদ বিতরণ হবিগঞ্জের মউশিক’র মানববন্ধন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় বক্তারা ॥ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি তেলিয়াপাড়ায় সাংবাদিকের উপর হামলা ॥ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে আটক ২ পাচারকারী কারাগারে ॥ ১৪ জনকে মুক্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৫০১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মানব পাচারের অভিযোগে আটক ২ পাচারকারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাচারের সময় আটক অপর ১৪জনকে মুক্তি দেয়া হয়েছে। নবীগঞ্জের গোপলার বাজার ফাঁড়ি পুলিশ বিদেশে নারী-পুরুষ পাচারের সময় ২ পাচারকারীসহ ১৬ জনকে আটক করেছে। আটককৃত দুই পাচারকারীর বিরুদ্ধে নবীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
সুত্রে প্রকাশ, গত শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা রোমার পরিবহন বাস (নং ঢাকা-মেট্রো-ব-১৪-৫৬২৫) যোগে হিলি ফুলবাড়ী দিনাজপুর অভিমুখে সুনামগঞ্জ, সিলেট, ভোলা জেলার ১০ জন পুরুষ, ২ জন মহিলা, ২ জন শিশু ও ২ জন মানব পাচারকারী সিলেট থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় বিকেল ৫ টার দিকে রুস্তমপুর টোলপ্লাজায় অবস্থান নেয় গোপলার বাজার ফাঁড়ির এসআই কাওছার মাহমুদ তোরনের নেতৃত্বে একদল পুলিশ। পরে বিভিন্ন গাড়ী তল্লাসী করে পুলিশ। রাত প্রায় ৮ টায় পুর্বের তথ্য অনুযায়ী রুমার পরিবহন গাড়ী ওই স্থানে আসলে তল্লাসী করে শিশু মহিলাসহ ১৪ জন বিদেশযাত্রী ২ দুই মানব পাচারকারীকে আটক করেন। পরে তাদের তথ্য অনুযায়ী জানতে পারেন দুই পাচারকারীর মধ্যে একজন সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর পুত্র কাশেম (৩৫) এবং অপরজন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কানাইনজুরা গ্রামের সাদত মিয়ার পুত্র শাহীন মিয়া (৩২)। মানব পাচারকারীদের কবল থেকে উদ্ধারকৃতরা হলেন বিশ^নাথ থানার আমতৈল গ্রামের আব্দুস রশিদের ছেলে সোহেল আহমদ (৩৫), তার স্ত্রী লাভলী বেগম (২৫), পুত্র শাহিদুল ইসলাম (১), জাফলং শান্তিনগর এলাকার সেবুল মিয়া (২৩), তার স্ত্রী রোমানা আক্তার (২৫), ভোলার আরিফ হোসেন (২২), সুফাইল (৭), সুমাইয়া (৩), সুনামগঞ্জের রাহুল মিয়া (২৩), সাইফুর রহমান (১৫), কুলাউরা এলাকার শুভ অঅহমদ (১৫), সিলেট দোয়ারাবাজারের আলীম উদ্দিন (২২), গোয়াইনঘাটের আজিম উদ্দিন (২১), সুনামগঞ্জের মোতাহির আলী (৩২)। আটককৃতদের গত রবিবার হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিচারক বিদেশ যাত্রীদের স্বীকারোক্তি নিয়ে ছেড়ে দিয়েছেন এবং মানব পাচারকারী ২ জনকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন। উক্ত মানব পাচারকারীরা শিশু, নারী পুরুষ উল্লেখিত ১৪ জনকে ভারতের জাম্মু কাশ্মিরে নিয়ে যাবার কথা ছিল। গতকাল নবীগঞ্জ থানায় প্রেস ব্রিফিং করে সাংবাদিক এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল) সার্কেল পারভেজ আলম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com