সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষে শতাধিক আহত

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ৫১১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে সদরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় টেটাবিদ্ধ ২জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ও ৬ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বানিয়াচং সদরের প্রথম রেখ গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথম রেখ গ্রামের নুর আলম ও রাসেল মিয়া একই গ্রামের মন্নান এর জমি থেকে ট্রলি দিয়ে মাটি কেটে এনে ট্রলি তা অন্যত্র বিক্রি করেন। জমি থেকে মাটি আনা নিয়ে সকালে রাসেল ও নুর আলম এর মধ্যে কথা কাটাকাটি হয়। রাসেল জমি থেকে মাটি আনতে নুর আলমকে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতা-হাতির ঘটনা ঘটে। এর জে ধরে উভয় পক্ষ আইদরালের হাওড়ে সংঘর্ষে লিপ্ত হয়। বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত প্রায় ২ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা থেকে এসআই মজিদসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। উভয় পক্ষের মধ্যে গুরুতর আহত মাথায় টেটাবিদ্ধ মাসুক মিয়া (৩৫)সহ ২জনকে সিলেট ও হুমায়ুন (২৮), নাসির (৩২), আঙ্গর মিয়া (১৭), আঃ আলীম (৪০)সহ ৬ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য আহত রাশেদা আক্তার ১৮, আঃ রশিদ ৬০, আহমদ ৩৩, সাইদুর রহমান ১৮, আঃ হান্নান মিয়া ৩৫, মুক্তার রহমান ২৩, আল-আমীন ১৮, হুমায়ুন ২২, তকদির মিয়া ২৯, মামুন মিয়া ১৮, সাইদুল আলম ২০, রুস্তম ১৯, মিজানুর ১৯, আঃ রহমান ৫৫, জয়নুল ২০, রোকেয়া বেগম ২০, বদরুল আলম ২৫, কামাল মিয়া ২৩, আঃ কাউয়ুম ৫০, সিজিল মিয়া ৪৯, নানু মিয়া ৩৫, তোফাজ্জ্বল ২০, আনোয়ার ২৫, ফজল ৪১, বাবুল ৩০, মামুনুর রশিদ ৩০, আমির উদ্দিন ২৫, আলী ২৫, নুর উদ্দিন ২০, শাবাজ উদ্দিন ৩৫, কামরুল ইসলাম ২৪, সিতু মিয়া ৩০, সামছু মিয়া ৩৫, ফারুক মিয়া ৩২, সুফি উল্লাহ ৩২, মুজিবুর মিয়া ৩৮, এনামুল ২২, আবুল কালাম ৪০, রিমন ১৩, স্বপন ১৪, আলা উদ্দিন ৫৪, সানু উদ্দিন ৩৫, তোফায়েল ২৫, রাসেল ২৬, নবাব উল্লা ৩৮, কদর আলী ৪৫, হারুন মিয়া ৪৫, কাজল ৩৩, লিলু মিয়া ৩০, টেনু মিয়া ৩৫, ছুরাব উল্বা ৪০, জাহাঙ্গীর আলম ৪৫ কে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com