স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার খাগাউড়া ও কালাপুর গ্রামের ১১ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার গত ১২ জুলাই তাদেরকে দেয়া নোটিশ এর কার্যক্রম সুপ্রিম কোর্টের হাই কোর্ট থেকে ৩মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি নোটিশটি কেন বে-আইনী ঘোষণা করা হবে না মর্মে বাহুবল উপজেলা নির্বাহী অফিসারকে কারণ দর্শাও নোটিশ প্রদানের আদেশ প্রদান করা হয়েছে। গত ৯ আগষ্ট বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি জে মোঃ খায়রুল আলম সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ১২ জুলাই বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসমি উদ্দিন বাহুবল উপজেলার কালাপুর ও খাগাউড়া গ্রামের ১১ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য ১৭ জুলাই উপজেলা পরিষদে হাজির হবার জন্য নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তরা হচ্ছে-বাহুবল উপজেলার কালাপুর গ্রামের শাহ শওকত মিয়া, ইয়াকুত মিয়া, খাগাউড়া গ্রামের গেদা মিয়া, তজম্মুল মিয়া, আব্দুস শহীদ, নুরুল ইসলাম, খালু মিয়া, আজম মিয়া, খেছলি মিয়া, হাবিজ মিয়া ও সেকেন মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার প্রদত্ত নোটিশে বলা হয়, উল্লেখিত ১১ জন দীর্ঘদিন যাবৎ সাধারণ নিরীহ জনসাধারনকে বিভিন্ন ভাবে হয়রানী, নির্যাতন, অনায়-অত্যাচার, সাকুয়া বিল, খান্দি গাইয়া জলমহালসহ অনেক জলমহালের আদায়কৃত অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, বিভিন্নভাবে অর্থ আদায় পূর্বক একক শাসন কায়েম করে আসছেন। কেউ যদি এ ব্যাপারে প্রতিবাদ করে তাদের নিকট থেকে মোটা অংকের টাকা আদায় করে থাকেন। এতে কেউ যদি অপারগতা প্রকাশ করে এ ক্ষেত্রে তাদেরকে সমাচ্যুত করে গ্রাম থেকে বিদায় করে থাকেন। এ ছাড়া কালাপুর মৌজায় অনেক সরকারী খাস ভূমি বিক্রি করে প্রচুর অর্থ আত্মসাৎ করে আসছেন। নোটিশে বলা হয়, নোটিশপ্রাপ্তদের অত্যাচারে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ফলে এলাকার আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য ১৭ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হতে বলা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
উল্লেখিত নোটিশটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন তাঁর ব্যক্তিগত ফেইজবুক আইডিতেও পোষ্ট করেন। এ অবস্থা নোটিশ প্রাপ্তরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে ন্যায় বিচার পাবেন না বলে সন্দেহ পোষন করায় উপজেলা নির্বাহী অফিসারের উক্ত নোটিশের কার্যকারিতা স্থগিত চেয়ে নোটিশ প্রদানের ৪দিন পর ১৬ জুলাই হাই কোর্টে রিটি পিটিশন দায়ের করা হয়। দায়েরী রিটপিশন গত ৯ আগষ্ট শুনানী শেষে উপরোক্ত আদেশ প্রদান করা হয়।