বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন নবীগঞ্জে সংঘর্ষ নিরসনে শালিস প্রক্রিয়া চলাকালেই ১১৫ জনের বিরুদ্ধে মামলা আদালতগুলোতে ছিল শোক ভাবগাম্ভির্য্য ॥ শোক প্রস্তাবের মধ্য দিয়ে হবিগঞ্জে বিচার কার্যক্রম শুরু ঢাকায় বিমান বিধ্বস্তে নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল সুতাং নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লাখাইয়ে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে কৃষির রূপ বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল হোসেনকে বিদায় সংবর্ধনা শহরে যৌথবাহিনীর সাড়াশি অভিযান শায়েস্তাগঞ্জে উঠানে খেলার সময় বজ্রপাতে শিশু নিহত

নবীগঞ্জের মান্দাকান্দি ইউনিয়নে পক্ষে বিপক্ষে ওয়ারিশান সনদ ॥ দেওয়ায় চেয়ারম্যান আদালতে তলব

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৪৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নাবালক সন্তানের সম্পত্তি রক্ষায় আদালতে সত্ব মামলা দায়ের করা হয়েছে। এদিকে পক্ষে বিপক্ষে ওয়ারিশান সনদ দেওয়ায় চেয়ারম্যান নজরুলকে আদালতে তলব করা হয়েছে। মামলার বিবরনে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের মৃত নর্মদা চরন পালের পুত্র নমেন্দ্র চন্দ্র পাল প্রায় ৮ বছর পুর্বে নাবালক পুত্র বিরাট পাল ও নীলমনি পাল, নাবাবলিকা কন্যা প্রার্থনা পাল তমা এবং স্ত্রী মিতা রানী পালকে রেখে মারা যান। মৃত্যুকালে তিনি মান্দারকান্দি মৌজার জে এল নং ১৬৫, খতিয়ার নং ১২৬, এস এ দাগ নং ১২০২ মোয়াজি ১৭ শতক ভুমি রেখে যান। সহজ সরল ও মানসিক ভারসাম্যহীন নমেন্দ্র পালের মৃত্যুর পর ওই সম্পত্তির উপর কুদৃষ্টি পরে একই গ্রামের মৃত বিনোদ রঞ্জন ঘোষের পুত্র প্রতিবেশী পার্থ সারথী ঘোষ ও বিজন বিহারী ঘোষ গংদের। তারা ২০১৪ সালে নাবালক সত্ত্বের ভুমি কিছুটা দখলও করে নেয়। নিরুপায় হয়ে নাবালক সন্তানের পক্ষে মৃত নমেন্দ্র পালের স্ত্রী মিতা রানী পাল বাদী হয়ে ২০১৪ সালের ১৩ জানুয়ারী একই গ্রামের মৃত বিনোদ রঞ্জন ঘোষের পুত্র প্রতিবেশী পার্থ সারথী ঘোষ ও বিজন বিহারী ঘোষ এবং মৃত দুর্গা চরন ঘোষের পুত্র বিনয় রঞ্জন ঘোষকে আসামী করে সহকারী জজ আদালতে স্বত্ত্ব মামলা দায়ের করেন। নাবালকের সম্পত্তির সত্যতা প্রমান করতে আদালত স্থানীয় ইউপি চেয়ারম্যানের ওয়ারিশান সনদপত্র দাখিলের নির্দেশ দেন। মামলার বাদী মিতা রানী পাল ১২নং কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের নিকট থেকে নাবালক পুত্র বিরাট পাল, নীলমনি পাল, কন্যা প্রার্থনা পাল তমার জন্ম সনদ ও মান্দারকান্দি গ্রামের মৃত নর্মদা চরন পালের পুত্র নমেন্দ্র চন্দ্র পাল নাবালক পুত্র বিরাট পাল ও নীলমনি পাল, নাবাবলিকা কন্যা প্রার্থনা পাল তমা এবং স্ত্রী মিতা রানী পালকে রেখে মৃত নব কুমার পালের একমাত্র উত্তধিকারী ওয়ারিশান হিসাবে সনদপত্র প্রদান করেন। মামলা দায়েরের পর পরই পার্থ সারথী ঘোষ, বিজন বিহারী ঘোষ ও বিনয় রঞ্জন ঘোষ ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামকে ম্যানেজ করে ভুয়া নামে ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করে মামলা পরিচালনায় বাধা সৃষ্টি করে। এভাবে একই ভুমির ব্যাপারে প্রকৃত ওয়ারিশান নাবালক বিরাট পাল, নীলমনি পাল পিতার অবর্তমানে অভিভাবক মিতা রানী পালকে ওয়ারিশান সনদ দিয়ে পরবর্তীতে বিবাদী পক্ষকে আবার ওয়ারিশান সনদ দেওয়ার ফলে গ্রামবাসীর মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। দুই ধরনের ওয়ারিশান সনদপত্র প্রদান করায় ইউপি চেয়করা হয়। কিন্তু মামলার কয়েকেটি তারিখ চলে গেলেও ইউপি চেয়ারম্যান আদালতে গিয়ে হাজির হন নি বলে সূত্রে জানা গেছে। মামলার বাদী মিতা রানী পাল পুলিশ প্রশাসন ও আদলাতের কাছে সুবিচার প্রার্থনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com