শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক ॥ খানা-খন্দকে ভরা ॥ ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ॥ প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা হবিগঞ্জে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনার ৩দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার শহরে কোর্ট থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ যুবক আটক শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ॥ উত্তেজনা মাধবপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা বানিয়াচংয়ে মাওঃ মাসউদ হাসানের ইন্তেকাল ॥ আজ জুম্মার পর জানাযা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ গ্রেফতার ৪ নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী আলমগীর চৌধুরী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন মহা-জোটের একক প্রার্থী আওয়ামীলীগের পরীক্ষিত নেতা হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী। তৃণমূলের টানে গ্রামাঞ্চলে চষে বেড়ান তিনি। ভাটি বাংলার উন্নয়নে স্বপ্ন দেখেন। তৃণমূলে তুখোড় নেতা হিসেবে পরিচিত। সহজ সরল ও ত্যাগী হিসেবে সু-খ্যাতি
রয়েছে। উন্নয়ন বঞ্চিত উপজেলাবাসীর স্বপ্ন পূরণে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নবীগঞ্জকে মডেল হিসেবে সাজাতে চান। প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। ছাত্রলীগ থেকে যুবলীগ। তার পর আওয়ামীলীগ। রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তিনি।
বিভিন্ন সূত্রে প্রকাশ, আলমগীর চৌধুরী হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি, ঐতিহ্যবাহী নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ের গভর্ণিংবডির সভাপতি হিসেবে দক্ষতার সাথে সামাজিক দায়িত্বে নিয়োজিত। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচিত সভাপতি হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন। একান্ত আলাপচারিতায় আলমগীর চৌধুরী বলেন, ব্যক্তিগত জীবনে ১৯৮০ সালে এসএসসি, ১৯৮৩ সালে এইচএসসি, ১৯৮৫ সালে বিএ এবং এলএলবি উত্তীর্ণ হন। স্কুল জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৮২ সালে বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগের নির্বাচিত সাধারন সম্পাদক। ১৯৮৫ সালে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন। ১৯৮৭ সালে বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য হিসেবে কৃতিত্বের পরিচয় দেন। স্বাধীনতানোত্তর প্রথম জাতীয় শ্রমিক লীগের জেলা সাধারন সম্পাদক ছিলেন। ১৯৯৬ সালে জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন। ২০০২ সালে কাউন্সিলে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সক্রিয় রাজনৈতিক ভূমিকায় অনড় ওই নেতা দফায় দফায় কারাভোগ করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও চারদলীয় জোটের বিরুদ্ধে রাজনৈতিক জনমত গড়ে তোলায় অনবদ্য ভূমিকা রাখেন। এসময় একাধিক মিথ্যা মামলায় রাজনৈতিক হয়রানির শিকার হন তিনি। আলমগীর চৌধুরী বলেন-২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যের বাজারে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার সাথে গুরুতর আহত হন। স্পি­ন্টার বিদ্ধ হয়ে বেশ কিছু দিন রীতিমত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। ওয়ান ইলিভেনের ক্রান্তিকালে প্রকাশ্য সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন। কারারুদ্ধ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে জনমত তৈরীতে নিরলস ভূমিকা পালন করেন। রাজনৈতিক বিধি নিষেধ, সেনা নজরদারী সত্বেও শেখ হাসিনার নির্দেশনায় সাংগঠনিক কর্মকান্ডে তৎপর ছিলেন। এসব কারণে দলীয় হাইকমান্ডে পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে তার সুখ্যাতি রয়েছে। আগামী ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচনী এলাকায় তৃণমূল নেতাকর্মী নিয়ে প্রচার কাজে ব্যস্ত রয়েছেন। আলমগীর চৌধুরী বলেন, জন্মভূমি নবীগঞ্জকে স্বপ্নের নগরী হিসেবে সাজাতে চাই। আমার বিশ্বাস আমি পারব। উন্নয়ন আর জনগণকে কিছু দেয়ার জন্যই আমার রাজনীতি। তিনি বলেন, দলমতের উর্র্ধ্বে উঠে সেবক হতে চাই। বিদ্রোহী প্রার্থী আর বিরোধীতা নিয়ে কিছু বলতে নারাজ তিনি। বিবেক, বিবেচনার দায়িত্ব জনগণের উপর ছেড়ে দিয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এলাকায় চষে বেড়াচ্ছেন। আওয়ামীলীগের ঘাটিতে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সময়ের সাহসী সৈনিক আলমগীর চৌধুরী। শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগিতায় (দোয়াত-কলমে) প্রতীকে ভোট চেয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com