সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

লাখাই উপজেলা নির্বাচনে লড়াই হবে আ.লীগ আ.লীগ

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০১৪
  • ৪৮৪ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের জোরালো প্রচার প্রচারনায় মুখরিত সর্বত্র। আর মাত্র ৪ দিন পরে এ নির্বাচনে বিজয়ের মালা গলায় দিয়ে শেষ হাসিটা কে হাসবেন এমন আলোচনা প্রতিটি মানুষের মুখে মুখে। তবে প্রার্থীদের যার যার সমর্থক ও শুভাকাংখিরা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
জানা যায়, ৪র্থ দফায় লাখাই উপজেলা নির্বাচনের তপসিল ঘোষনার পর থেকেই প্রার্থীরা মাঠে কাজ শুরু করে। গ্রামের আনাছে কানাছ থেকে শুরু করে হাট বাজার, বিভিন্ন রাস্তার মোড়ে অব্যাহতভাবে মাইকের মাধ্যমে সমর্থকরা প্রার্থীদের গুনকীর্তনের জানান দিচ্ছেন। পাশাপাশি তারা প্রচলিত কিছু জনপ্রিয় গানের সুরে ভোটারদের মনকাড়ার চেষ্টা করছেন। আর এসব মিলে এখন ভোট উৎসবে পরিণত হয়েছে এ উপজেলা। এর সাথে পোস্টার আর লিফলেটে ছেয়ে গেছে উপজেলার ৬টি ইউনিয়নের অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট। তবে ভোটাররাও রীতিমত ভোট প্রয়োগের হিসাব নিকাশ কষছেন। বিভিন্ন কৌশলে এখানে ভোট আদায়ের চেষ্টায় মগ্ন প্রার্থীরা। বিভিন্ন এলাকার ভোটারদের সাথে আলাপকালে তারা এ প্রতিনিধিকে জানান, সৎ ও যোগ্য ব্যক্তিকে একটি মুল্যবান ভোট দিয়ে নিজের বিবেককে কাজে লাগাবেন। তবে অনেকেই প্রত্যয় ব্যক্ত করে বলেন “আ’লীগে আ’লীগে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে”। ৩টি পদে মোট ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এরা হলেন চেয়ারম্যান পদে জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আবুল হাসেম মোল্লা মাসুম (দোয়াত কলম), উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এডঃ মুশফিউল আলম আজাদ (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান আ’লীগ নেতা রফিক আহমেদ (হেলিকপ্টার), আ’লীগ নেতা অমরেন্দ্র লাল রায় (টেলিফোন), উপজেলা বিএনপি সভাপতি এডঃ সালেহ উদ্দিন আহমেদ (কাপ পিরিচ), উপজেলা বিএনপি সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ ওয়াহেদুজ্জামান আগা (আনারস), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য তাজুল ইসলাম মোল্লা তাজ (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী ড. এম আখতার আহাদ চৌধুরী স্বপন (চিংড়ী মাছ) ও মাওলানা আব্দুল কুদ্দুস (টুপি)। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা এস আর তালুকদার শাহনুর (মাইক) জেলা ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম আলম (তালা), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম শফিক (টিয়া পাখি), উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুর্শেদ কামাল চৌধুরী (টিউবওয়েল) ও এনামুল হক ভূইয়া সুমন (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আ’লীগ সমর্থিত মোছাঃ নুরুন্নাহার বেগম (পদ্ম ফুল), মোছাঃ ফয়জুন্নেছা (ফুটবল), স্বপ্না রানী আচার্য্য হ্যাপী (কলস) ও বিএনপি সমর্থিত প্রার্থী রেহেনা বেগম (হাঁস)। এ উপজেলায় ভোটার সংখ্যা ৯০হাজার ৭শত ৬৪জন। তন্মধ্যে পুরুষ ৪৪হাজার ৯শত ২৯জন ও মহিলা ৪৫হাজার ৮শত ৩৫জন। মোট কেন্দ্র সংখ্যা ৩৯টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com