মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জ পৌর মেয়রসহ ১০ জনের বিরুদ্ধে জিডি ॥ পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় শ্রমিক লীগ নেতাসহ আটক ১৪

  • আপডেট টাইম সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহা সড়কের শায়েস্তাগঞ্জের নচরতপুর এলাকায় সিএনজি শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়েরী মামলায় শায়েস্তাগঞ্জ শ্রমিকলীগ সভাপতি সালাউদ্দিনসহ এ পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত সালাউদ্দিন শায়েস্তাগঞ্জ থানায় আটক রয়েছেন। অপর দিকে বিভিন্ন কারণে শায়েস্তাগঞ্জের মেয়র সহ বিভিন্ন জনের বিরুদ্ধে ১০টি জিডি দায়ের করা হয়েছে। মামলা এবং জিডি পুলিশ বাদী হয়ে করা হয়েছে।
নিষেধাজ্ঞা থাকা সত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিক্সা সিএনজি চলাচল করায় গত ২৬ এপ্রিল বৃহস্পতিবার ৫টি অটোরিক্সা সিএনজি আটক করে পুলিশ। এর প্রতিবাদে গত ২৭ এপ্রিল সকালে সিএনজি শ্রমিকরা শায়েস্তাগঞ্জের নছরতপুর নামক স্থানে মহাসড়কে অবরোধ ও অগ্নি সংযোগ করে। এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। এসময় পুলিশের সঙ্গে বাকবিতান্ডার এক পর্যায়ে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১৫জন পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। এ সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭শ শ্রমিকের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২৭ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে। এদিকে গতকাল রবিবার ৩জনকে আটক করা হয়। এদিকে গতকাল বিকেলে শ্রমিকলীগের সভাপতি মোঃ সালাউদ্দিনকে আটক করে পুলিশ। এব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সালাউদ্দিন শায়েস্তাগঞ্জ থানায় আটক রয়েছেন।
এদিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে অভিযান চালিয়ে ২৭টি অটোরিক্সা সিএনজি আটক করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন খন্দকার জানান, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ছালেক মিয়া ও সিএনজি শ্রমিক-মালিক পক্ষের দাবীর প্রেক্ষিতে আটক সিএনজি গুলো না ছাড়ায় বিভিন্নভাবে হুমকি দেওয়ায় ১০টি জিডি এন্ট্রি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com