মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজমিরীগঞ্জে ধর্ষণের শিকার গৃহবধু

  • আপডেট টাইম শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শ্রীধামপুর গ্রামে এক গৃহবধূ (২০)কে আটকে রেখে রাতভর ধর্ষণ করেছে এক মেম্বার ও তার সঙ্গীরা লোকজন। বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে ওই মেম্বার। হবিগঞ্জ সদর হাসপাতারে চিকিৎসাধিন ধর্ষিতা গৃহবধু হবিগঞ্জ সদর হাসপাতালে সাংবাদিকদের জানান, তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে বদলপুর ইউনিয়নের এক মেম্বার প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত। বিষয়টি ওই গৃহবধূ এড়িয়ে গেলেও মেম্বার থেমে থাকেনি। মেম্বারের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ওই গৃহবধু তার স্বামীকে জানায়। এ নিয়ে গৃহবধূর স্বামীর সাথে মেম্বারের বাকবিতন্ডা হয়। এতে মেম্বার আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই গৃহবধূ ঘরে ঘুমিয়ে পড়লে মেম্বার ও তার সহযোগিরা ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে রাতভর অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক গণধর্ষণ করে ভোরের দিকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে হাসপাতালে ভর্তি অবস্থায় মেম্বার ও তার লোকজন ওই গৃহবধূকে হুমকি প্রদান করে। রাত ৮টায় হাসপাতালের গাইনী ওয়ার্ডে গিয়ে দেখা যায় ওই গৃহবধু নেই। ওয়ার্ডের নার্স জানান, কয়েকজন লোক তাকে ঔষধ আনার কথা বলে সাথে নিয়ে গেছে। বদলপুর ইউপি চেয়ারম্যান সুশেনজিৎ দাশ জানান, আমি ঢাকায় আছি। মোবাইল ফোনে বিষয়টি শুনেছি। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ করতে কেউ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com