রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ ॥ ১ জনের লাশ উদ্ধার নোভা ডিজিটাল সাইন উদ্বোধন করলেন এমপি আবু জাহির আখাউড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে মাধবপুরের নারীসহ আটক ৭ কৃষ্ণনগরে রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলা-শিশুসহ আহত ১৫ পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি মিজানুর রহমানকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ মাধবপুর উপজেলা পরিষদের দরজা সবার জন্য উম্মুক্ত ছিল-সৈয়দ শাহজাহান শহরে রাত্রিকালীন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন হবিগঞ্জ পৌর মেয়র সেলিম হাইকোর্টের আদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন সাংবাদিক মুরাদ আহমেদ নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূতি উপলক্ষে প্রেস ব্রিফিং

  • আপডেট টাইম বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৫১১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে চূড়ান্ত প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সচিব অশোক মাধব রায়। আহ্বায়ক বলেন, আগামী ৩১ মার্চ ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবে হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। তিনি বলেন, এ বিদ্যালয়ের ৮০টি ব্যাচ থেকে সর্বমোট ৪ হাজার ৬০৫জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশনভূক্ত হয়েছেন। এছাড়াও রেজিষ্ট্রেশনভূক্তদের সন্তান, স্বামী-স্ত্রী গাড়ী চালকসহ মোট অংশগ্রহণকারী ৫ হাজার ৩৮৮ জন। থাকবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, শতবর্ষ পূর্তি উৎসব কমিটির উপদেষ্টা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, কমিটির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম হারুন, আব্দুলাহ সরদার, রেজিষ্ট্রেশন কমিটির আহ্বায়ক ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী, প্রচার কমিটির আহ্বায়ক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, সাংস্কৃতিক কর্মীর আহ্বায়ক বাবুল মলিক, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মহিবুর রহমান, এডঃ মীর গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক নাছরিন হক ও হারুন সাঁই প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com