শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

সেনা সদস্য হত্যাকান্ডের জের অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামে সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু হত্যাকান্ডের জের ধরে আসামীদের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের তান্ডবলীলা চালানো হয়েছে। আর এতে করে আসামীদের বাড়ি ঘর মাঠির সাথে গুড়িয়ে দিয়েছে তারা। এছাড়াও ঘরে থাকা নগদ টাকা, ধান-চাউল, স্বর্ণালংকার, গরু বাছুর ও গাছপালসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটপাট ও ক্ষয়ক্ষতি করা হয়েছে। এ ব্যাপারে কাজল মিয়ার স্ত্রী আনোয়ার খাতুন ও আব্দুল আজিজ ওরফে কুটি মিয়ার স্ত্রী লুৎফুন্নেছা বাদী হয়ে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছে। এদিকে, টেনু হত্যা মামলায় বেশ কয়েক জন আসামী দীর্ঘদিন কারাভোগের পর স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের সহযোগীতায় বাড়িতে গেলেও তাদেরকে বিভিন্ন ভাবে নিহত টেনু মিয়ার লোকজন হুমকি দামকি দিয়ে আসছে বলে অভিযোগ করছেন আসামীরা। জানা যায়, ২০১৭ সালের ৫ অক্টোবর বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামের দক্ষিণ পশ্চিম কোনে বিশ্বরোড সংলগ্ন পুর্ব দিক এলাকায় সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনুকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় দুই দিন পর ৭ অক্টোবর নিহত সাজিদুরের স্ত্রী রাহেলা আক্তার বাদী হয়ে সফিক মিয়াকে প্রধান আসামী করে ২৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে এ হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় আসামীদের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের তান্ডব লীলা চালানো হয়। এ সময় টেনু মিয়ার লোকজন আব্দুল আজিজ ওরফে কুটি মিয়া, মোতালিব মিয়া, মোতাহির মিয়া, মোশাহিদ মিয়া, রুবেল মিয়া, আজম আলী, ছত্তার মিয়া, ছালিক মিয়া, বেনু মিয়া, কাছন মিয়া, আকল মিয়াসহ আসামী ও আসামীদের আত্মীয় স্বজনদের বাড়ি ঘর লুটপাট ও ভাংচুর করা হয়। লুটপাটকারীরা আসামীদের প্রায় ৮/১০টি বিল্ডিং বসত ঘর ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেয়। এছাড়াও ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণাংলকার, ধান-চাউল, গরু বাছুর, গাছ-গাছালীসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটপাট করা হয়। তাই এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তভোগীরা। অপরদিকে, ভাংচুর লুটপাট ও আসামীদের হুমকি ধামকি দেওয়া কথা অস্বীকার করেন নিহতের স্ত্রী দাবি করেন, আমরা কেন তাদের বাড়ি ঘর ভাংচুর করব উল্টো তারা জামিনে এসে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্ত ওসি তদন্ত গোলাম দস্তগীর হোসেন জানান, দুটি মামলায় তদন্ত চলছে। তদন্ত করে যারা অপরাধী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com