বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

নবীগঞ্জ পৌরসভার শহর সমন্বয় কমিটি ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন-নবীগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটি (টি.এল.সি.সি) পৌর পরিষদকে সঠিক নির্দেশনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি নবীগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে টিএলসিসি, পৌর-পরিষদ, অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ পৌরসভার সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি পৌরসভার কার্যক্রমে পৌরকরের প্রতি গুরুত্ব আরোপ করে পৌর নাগরিকদের পৌরকর প্রদান করার আহ্বান জানান। পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে বলেন, ২৫ কোটি টাকার মাস্টার ড্রেনের কাজ শেষের দিকে। এর মাধ্যমে পৌরসভার ড্রেনেজ সমস্যা সমাধানের পাশাপাশি ওয়ান ওয়ে হওয়ার সুযোগ এসেছে বলা যায়। ড্রেনেজ ব্যবস্থা আরও সম্প্রসারণ করার চিন্তাভাবনা আছে বলে সবাইকে তিনি অবহিত করেন। পৌরসভার ময়লা আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের পথে রয়েছে। তিনি ধৈর্য সহকারে টি.এল.সি.সি’র সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গতকাল ৩১ মার্চ বিকেল ৩ টায় নবীগঞ্জ পৌরসভার সভা কক্ষে শহর উন্নয়ন কমিটি (টিএলসিসি) এর সভায় সভাপতির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ব্র্যাক ব্যবস্থাপক তানিয়া সুলতানা, জনস্বাস্থ্য অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া, সীমান্তিক ব্যবস্থাপক বেলাল হোসেন, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-সহকারী প্রকৌশলী মাকসুদুর রহমান, দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ খান, টিএলসিসির সম্মানিত সদস্য আহমদ ঠাকুর রানা, সমাজকর্মী মনর উদ্দিন, নবীগঞ্জ আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্টাচার্য দেবুল, শ্রমিক নেতা মো. সেলিম মিয়া প্রমুখ। এ-সময় উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম ও পূর্ণিমা রানী দাশ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো জাকির হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, টিএলসিসির সম্মানিত সদস্যবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com